তাঁর লক্ষ্য ২০০ পার করা। ইতিমধ্যেই দেড়শোর বেশি ডিগ্রি অর্জন করে ফেলেছেন চেন্নাইয়ের অধ্যাপক ভিএন পার্থিবন। তবে এখানে থামতে চান না অধ্যাপক। দুশোর বেশি ডিগ্রি অর্জন করে তবেই হাল ছাড়বেন বলে জানিয়েছেন তিনি।
অধ্যাপক জানিয়েছেন, রেকর্ড বুকে নাম তুলবেন বলে এই ডিগ্রি অর্জন করেননি তিনি। নেপথ্যে অন্য কারণ রয়েছে। সেই কারণ প্রকাশ্যেও এনেছেন। অধ্যাপক জানিয়েছেন তিনি পড়তে খুব ভালবাসেন। এই নেশার টানেই একের এক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। আরও একটি কারণ হল, মাকে তিনি কথা দিয়েছিলেন শুধুমাত্র একটি ডিগ্রি অর্জন করে থেমে থাকবেন না। আর সেই কথা রাখতেই ডিগ্রি অর্জনের তাগিদে পড়াশোনা চালিয়ে গিয়েছেন।
অধ্যাপকের এখন বয়স ৬০। চেন্নাইয়ে তিনি ‘রিপোসিটরি অফ ডিগ্রিস’ এবং ‘ওয়াকিং এনসাইক্লোপিডিয়া’ নামে বেশি পরিচিত। ১৯৮১ সাল থেকে তাঁর এই সফর শুরু হয়েছে। চাকরি পাওয়ার পর বেতনের ৯০ শতাংশ শুধু পড়াশোনা, পরীক্ষা এবং কোচিংয়ের জন্য ব্যয় করেছেন। বর্তমানে তিনি চেন্নাইয়ের একটি কলেজের সহকারী অধ্যাপক এবং বাণিজ্য বিভাগের প্রধান। অধ্যাপক জানিয়েছেন, প্রতি দিন ভোর ৫টায় ঘুম থেকে ওঠেন। তার পর পড়াশোনা করেন। কলেজ থেকে ফিরে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে পড়াশোনা। রবিবারগুলি তিনি গবেষণা, বিভিন্ন বিষয়ে পরীক্ষার কাজে অতিবাহিত করেন।
স্থানীয় সূত্রে খবর, অধ্যাপকের ঝুলিতে রয়েছে কলাবিভাগে স্নাতকোত্তরের ১৩টি ডিগ্রি। বাণিজ্য বিভাগে স্নাকতোত্তরের ৮টি ডিগ্রি, বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তরের ৪টি, আইনে স্নাতকোত্তরের ১৩টি, দর্শনে স্নাতকোত্তরের ১২টি, এমবিএ-র ১৪টি, ২০টি প্রফেশনাল কোর্স, ১১টি সার্টিফিকেট কোর্স, পিজি ডিপ্লোমা কোর্স ৯টি। এ ছাড়াও আরও অনেক বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন।