ছপরা বিষমদ-কাণ্ড ঘিরে অশান্তি বিহার বিধানসভায়। মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী নীতীশ। ছবি: পিটিআই।
ছপরায় বিষাক্ত মদ খেয়ে ১৭ জনের মৃত্যু এবং একাধিক ব্যক্তির অসুস্থ হয়ে পড়ার ঘটনার জেরে বুধবার উত্তপ্ত হল বিহার বিধানসভা। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী বিজেপি বিধায়কেরা।
বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক বিজয়কুমার সিংহ বুধবার প্রশ্নোত্তর পর্বে ছপরায় বিষমদে মৃত্যুর প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, শাসক শিবিরের একাংশের মদতে রাজ্য জুড়ে বেআইনি মদের কারবার চলছে। তাই বেতিয়া, গোপালগঞ্জ, নালন্দার মতো জেলায় ধারাবাহিক ভাবে বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে। যার সাম্প্রতিকতম উদাহরণ সারণ জেলার ছপরা। তিনি বলেন, ‘‘রাজ্যে মদ নিষিদ্ধ করার পরেও কী ভাবে বার বার এমন ঘটনা ঘটছে? এমন গুরুত্বহীন নিষেধাজ্ঞার প্রয়োজনই বা কী?’’
ছপরাকাণ্ড নিয়ে এ সময় বিজেপি বিরোধীরা বার বার স্লোগান তোলেন। এক সময় মেজাজ হারান নীতীশ। উত্তেজিত স্বরে তাঁকে বলতে শোনা যায়, ‘‘তো কী হয়েছে? তোমরা মাতাল হয়ে গিয়েছ।’’ নীতীশের এমন মন্তব্যের পরেও নিরস্ত হননি বিরোধী বিধায়কেরা। প্রসঙ্গত, ২০১৬ সালের এপ্রিলে মুখ্যমন্ত্রী নীতীশ বিহারে মদ নিষিদ্ধ করেছিলেন। সে সময় বিজেপির সহযোগী ছিলেন তিনি। কাগজে-কলমে বিহারে মদ পুরোপুরি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কয়েক বছরে একাধিক বার বিষমদে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy