ছুটিতে থাকাকালীনও কাজ করছেন দেশের শীর্ষ পাঁচ বিচারপতি। অথচ মামলা ঝুলে থাকার জন্য দায়ী করা হচ্ছে সমগ্র বিচারব্যবস্থাকে! প্রশ্ন তুলে বুধবার সরব হলেন দেশের প্রধান বিচারপতি বিআর গবই।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গবই বুধবার বলেছেন, আইনজীবীরাই ছুটিতে থাকাকালীন কাজ করতে চান না। কিন্তু একের পর এক মামলা জমে থাকার জন্য গোটা বিচারব্যবস্থাকে দায়ী করা হয়। শীর্ষ আদালত সূত্রে খবর, একটি মামলা গ্রীষ্মকালীন ছুটির পরে শুনানির জন্য তালিকাভুক্ত করার আবেদন জানিয়েছিলেন একজন আইনজীবী। তখনই ক্ষুব্ধ হয়ে এই মন্তব্য করে প্রধান বিচারপতি গবই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ। প্রধান বিচারপতি বলেন, ‘‘দেশের শীর্ষ পাঁচ বিচারপতি ছুটিতেও কাজ করছেন, আর মামলা ঝুলে থাকার জন্য দায়ী করা হচ্ছে আমাদের। বাস্তবে, আইনজীবীরাই ছুটি চলাকালীন কাজ করতে অনিচ্ছুক।’ উল্লেখ্য, সম্প্রতি শীর্ষ আদালত বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আসন্ন গ্রীষ্মকালীন ছুটির মাঝেও মামলা শুনবে নির্দিষ্ট কিছু বেঞ্চ। ওই দিনগুলিকে ‘আংশিক কর্মদিবস’ নাম দেওয়া হয়েছে, যা চলবে ২৬ মে থেকে ১৩ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন:
‘আংশিক কর্মদিবস’ চলাকালীন দুই থেকে পাঁচটি অবকাশকালীন বেঞ্চ বসবে। প্রধান বিচারপতি-সহ শীর্ষ পাঁচ বিচারপতিকেও ওই দিনগুলিতে আদালতে উপস্থিত থাকতে হবে। পূর্ববর্তী রীতি অনুসারে, গ্রীষ্মকালীন ছুটিতে দু’টি অবকাশকালীন বেঞ্চ বসত। তা ছাড়া, বরিষ্ঠ বিচারপতিদের আদালতে উপস্থিত থাকতে হত না। নতুন বিজ্ঞপ্তিতে সেই নিয়ম পাল্টে সাপ্তাহিক ভাবে বিচারপতিদের বিভিন্ন বেঞ্চে বণ্টনের কথা বলা হয়েছে। ২৬ মে থেকে ১ জুন পর্যন্ত প্রধান বিচারপতি গবই, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি বিভি নাগরত্ন যথাক্রমে পাঁচটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই সময়ের মধ্যে সকল আধিকারিক ও কর্মীর জন্য সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। কেবলমাত্র শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলিতে আদালতের কাজ সম্পূর্ণ বন্ধ থাকবে।