ভুট্টার খেতে অর্ধনগ্ন অবস্থায় মিলল আশাকর্মীর মৃতদেহ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধের জেরে যৌন নির্যাতন করে খুন করা হয়েছে ওই মহিলাকে। সোমবার রাতে উত্তরপ্রদেশের আলাপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ৪০ বছর বয়সি ওই আশাকর্মীর মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যায়। সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ব্রিজেশ সিংহ বলেন, ‘‘নিহত মহিলা হায়াতনগর গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার টিকাকরণ উদ্যোগের অংশ হিসাবে কুন্দন নাগলা গ্রামে গিয়েছিলেন ওই মহিলা। তাঁকে শেষ বারের মতো দেখা গিয়েছিল সন্ধ্যায়, যখন তিনি এক পরিচিতের স্কুটারে চড়ে গ্রামে ফিরছিলেন। এর পর থেকেই আর খোঁজ মেলেনি ওই মহিলার। শেষমেশ রাতে আলাপুর থানার শেষ প্রান্তের গ্রাম খারখোলিতে একটি ভুট্টাখেতে তাঁর দেহ মেলে।’’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন:
এসএসপি আরও জানিয়েছেন, মৃতার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। ওই পরিবারের সঙ্গে গ্রামেরই দুই ব্যক্তির জমি সংক্রান্ত মামলা চলছিল বদায়ূঁর একটি দেওয়ানি আদালতে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ব্যক্তিগত বিরোধের জেরেই খুন করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।