ভারতীয় বায়ুসেনার ৯৩তম প্রতিষ্ঠা দিবসে বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহের গলায় আবার অপারেশন সিঁদুর। বুধবার তাঁর দাবি, মাত্র কয়েক দিনের প্রস্তুতিতে অপারেশন সিঁদুরের বাস্তবায়ন বিশ্বের কাছে ভারতীয় বায়ুসেনার ‘সাহসী এবং সুনির্দিষ্ট’ আক্রমণ ক্ষমতার প্রমাণ দিয়েছে।
ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের আমলে ১৯৩২ সালের ৮ অক্টোবর, প্রতিষ্ঠিত হয়েছিল ‘দ্য রয়্যাল এয়ারফোর্স’। স্বাধীন ভারতেও এই দিনটিকেই ‘বায়ুসেনা দিবস’ হিসেবে পালন করা হয়। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে এয়ার চিফ মার্শাল সিংহ বলেন, ‘‘আক্রমণাত্মক বিমান হামলার মাধ্যমে (অপারেশন সিঁদুর-পর্বে) আমরা জাতীয় চেতনায় ন্যায্য স্থানে প্রতিষ্ঠিত হয়েছি।’’
আরও পড়ুন:
এর পরেই বায়ুসেনা প্রধানের মন্তব্য, ‘‘এমন এক বাহিনীর সদস্য হতে পেরে আমি গর্বিত, যারা কেবল আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নয়, সাহস ও উৎকর্ষেও অতুলনীয়।’’ গত সপ্তাহে এয়ার চিফ মার্শাল সিংহ অপারেশন সিঁদুরকে চলতি বছরে ভারতীয় সেনার ‘সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিযান!’ বলে দাবি করেছিলেন। তাঁর বক্তব্য, ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, এই অভিযানে তার পরিচয় পাওয়া গিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডে সর্বোচ্চ ৩০০ কিলোমিটার পর্যন্ত ঢুকে আঘাত করেছে ভারত। ধ্বংস করেছে এফ-১৬-সহ অন্তত পাঁচটি পাক যুদ্ধবিমান। বুধবার প্রতিষ্ঠা দিবসে তিনি জানান, ভবিষ্যতের যুদ্ধের মোকাবিলা করার জন্য বায়ুসেনার ‘উদ্ভাবনী দক্ষতা, ব্যবহারিক ক্ষমতা এবং অভিযোজনগত উৎকর্ষ’ আরও উন্নত করার লক্ষ্যে প্রশিক্ষণের প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।