১০ মিনিট দেরি করে স্কুলে এসেছিল খুদে। শাস্তি হিসাবে ১০০ বার উঠবস করতে বলেছিলেন শিক্ষক। তার জেরেই মৃত্যু হল ১২ বছরের ওই ছাত্রীর। তা-ও আবার শিশু দিবসের মতো দিনে। মহারাষ্ট্রের পালঘরে ঘটনাটি ঘটেছে। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অংশিকা। পালঘরের ভাসাই এলাকার একটি বেসরকারি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে প়ড়ত সে। গত ৮ নভেম্বর স্কুলে ১০ মিনিট দেরিতে পৌঁছেছিল অংশিকা এবং আরও চার ছাত্রী। শাস্তি হিসাবে তাদের সকলকে পিঠে ভারী ব্যাগ নিয়ে ১০০ বার উঠবস করতে বলেন শিক্ষক। তার পর থেকেই ১২ বছরের অংশিকার পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে প্রায় এক সপ্তাহ ভর্তি থাকার পর শুক্রবার রাতে মৃত্যু হয় তার।
আরও পড়ুন:
পরিবারের অভিযোগ, ওই ছাত্রী আগে থেকেই অসুস্থ ছিল। তা জানা সত্ত্বেও তাকে শাস্তি দেন শিক্ষক। ঘটনায় সরব হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। বিক্ষোভ দেখিয়েছেন স্কুলের অন্য অভিভাবকেরাও। অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এমএনএস-এর দাবি, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ওই স্কুলে পঠনপাঠন-সহ যাবতীয় কাজ বন্ধ থাকবে।