Advertisement
২৫ এপ্রিল ২০২৪
journalist

Gautam Navlakha: উডহাউসের বইও ঝুঁকির? বিস্মিত আদালত

এলগার পরিষদ মামলায় তালোজা জেলে বন্দি রয়েছেন গৌতম নওলাখা। জেলের বদলে তাঁকে গৃহবন্দি করে রাখার আবেদন জানিয়েছেন ওই বর্ষীয়ান সাংবাদিক।

সাংহাদিক গৌতম নওলাখা।

সাংহাদিক গৌতম নওলাখা। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২২ ০৮:৩২
Share: Save:

মহারাষ্ট্রের তালোজা জেলে বন্দি সাংবাদিক গৌতম নওলাখাকে ব্রিটিশ হাস্যরসের লেখক পি জি উডহাউসের বই পড়তে দেওয়া হয়নি বলে দাবি করলেন তাঁর আইনজীবী। তাঁর দাবি, উডহাউসের বইকে ‘নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি’ বলেছিলেন তালোজা জেল কর্তৃপক্ষ। শুনে বম্বে হাই কোর্টের মন্তব্য, ‘‘বিষয়টি হাস্যকর।’’

এলগার পরিষদ মামলায় তালোজা জেলে বন্দি রয়েছেন গৌতম নওলাখা। জেলের বদলে তাঁকে গৃহবন্দি করে রাখার আবেদন জানিয়েছেন ওই বর্ষীয়ান সাংবাদিক।

সোমবার সেই মামলার শুনানিতে নওলাখার আইনজীবী যুগ মোহিত চৌধুরি বলেন, ‘‘ভাবতে পারেন গৌতম নওলাখাকে ব্রিটিশ হাস্যরসের লেখক পি জি উডহাউসের বই পড়ার জন্য দেওয়া হচ্ছিল না? তালোজা জেল কর্তৃপক্ষ বলেন সেটাও নাকি নিরাপত্তার পক্ষে ঝুঁকি।’’ হাই কোর্টের বিচারপতি সুনীল শুকরে বলেন, ‘‘পি জি উডহাউসের বই নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি? বিষয়টি হাস্যকর। মহারাষ্ট্রের হাস্যরসের লেখক পুরুষোত্তম লক্ষ্মণ দেশপাণ্ডে উডহাউসের লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন।’’

নওলাখার আইনজীবী জানান, তাঁর মক্কেলকে চশমাও ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না। শেষে দায়রা আদালতের নির্দেশে উডহাউসের বই পড়ার সুযোগ পান তিনি। নওলাখা পরিবারের তরফে একটি বিবৃতি ও হাই কোর্টের মন্তব্যের পরে দ্রুত তাঁকে চশমা ব্যবহারের সুযোগ দেওয়া হয়। যুগ মোহিত চৌধুরি বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে এর আগে কখনও ডাবল পার্কিংয়ের অভিযোগও দায়ের হয়নি। বরং তিনি সম্মানের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পিঠে ক্রমাগত ব্যথা হলেও তাঁকে চেয়ার পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

journalist Book comedy Jail
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE