বিহার বিধানসভা নির্বাচনে বিপর্যয় এবং ‘ভোট চুরি’ নিয়ে রাহুল গান্ধীর তোলা অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার, ১৮ নভেম্বর একটি পর্যালোচনা বৈঠকের ডাক দিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। যে সব রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে, সেই ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতারা ছাড়াও প্রদেশ কংগ্রেস কমিটির প্রধানেরা, দলের পরিষদীয় দলনেতা, সম্পাদক-সহ রাজ্য নেতৃত্বকে ইন্দিরা ভবনের ওই বৈঠকে থাকতে বলা হয়েছে।
পাঁচ বছর আগে বিহার বিধানসভা ভোটে বিরোধী জোট মহাগঠবন্ধন জোরদার লড়াই করলেও এ বছর ভোটে বিজেপি-জেডিইউ-এলজেপি জোটের কাছে মুখ থুবড়ে পড়েছে। গত বার ১৯ আসন পাওয়া কংগ্রেসের কপালে এ বার জয় এসেছে মাত্র ৬টিতে! জোটের বড় শরিক আরজেডি গত বার আসন সংখ্যার নিরিখে শীর্ষে থাকলেও এ বার তিন নম্বরে নেমে এসেছে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পরের দিনই জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতৃত্ব। শনিবার রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা দলের ফলাফল নিয়ে বৈঠক করেন। কংগ্রেসের এক প্রবীণ নেতা জানান, এই পরিস্থিতিতে ভোটার তালিকার সংশোধনের নামে যাতে প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, সে দিকে নজর রাখা হবে। সে কারণেই এসআইআর চলছে, এমন ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নেতাদের নিয়ে বৈঠক হবে। সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)