Advertisement
E-Paper

ভোটের বিহারে স্যানিটারি প্যাড বিলি করবে কংগ্রেস! ‘প্যাডম্যান’ অবতারে রাহুল, চলছে বিতর্ক

শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘বিহারে আমরা মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছি। মহিলাদের স্যানিটারি প্যাড দেওয়া হবে।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৬:০০
Congress will decide to distribute sanitary pads to 5 lakh women in Bihar, Rahul Gandhi\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s photo on the cover

বিহার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার ঘোষণা করলেন নতুন পরিকল্পনার কথা। ছবি: পিটিআই।

চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন। দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন, তবে ভোটের দামামা বেজে গিয়েছে। প্রস্তুতিও তুঙ্গে। যে যার নিজের মতো করে ভোটকৌশল সাজাচ্ছে। সে আবহেই এ বার বিহারে কংগ্রেস বেশ কিছু কর্মসূচির ঘোষণা করেছে। সেই কর্মসূচির অন্যতম হল, বিহারে পাঁচ লক্ষ মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করবে কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এই কর্মসূচি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে বিহারের রাজনীতিতে।

বিতর্কের কারণ, কংগ্রেস যে স্যানিটারি প্যাড মহিলাদের কাছে পৌঁছে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, তার প্যাকেটে রাহুল গান্ধীর ছবি! প্যাকেটের গায়ে লেখা ‘মা-বোনেদের সম্মান যোজনা’! শুধু তা-ই নয়, অভাবী মহিলাদের সাহায্যের জন্য মাসে আড়াই হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় কংগ্রেস।

শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার বিহারের নির্বাচনের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘‘বিহারে আমরা মহিলাদের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছি। মহিলাদের স্যানিটারি প্যাড দেওয়া হবে। এই স্যানিটারি প্যাডগুলি প্রতিটি মহিলার কাছে পৌঁছে দেবে দল।’’

তবে স্যানিটারি প্যাডের প্যাকেটে কেন রাহুল গান্ধীর ছবি থাকবে, তা নিয়ে আপত্তি তোলে বিজেপি। বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির দাবি, স্যানিটারি প্যাডে রাহুল গান্ধীর ছবি দিয়ে মহিলাদের অপমান করছে কংগ্রেস। তারা নারীবিরোধী দল। বিহারের মহিলারাই কংগ্রেস এবং আরজেডিকে শিক্ষা দেবেন!

Bihar Assembly Election Congress Rahul Gandhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy