হিমাচল প্রদেশের কুলুতে বৃহস্পতিবার সকালে বসতি এলাকায় পর পর ধস নামল। কুলুর আখাড়া বাজার এলাকার এই ঘটনায় বেশ কয়েকটি বাড়ি ধসের নীচে চাপা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, এক জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েক জন। চার জনকে উদ্ধার করা হয়েছে। আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
বুধবার রাত থেকেই টানা বৃষ্টি হচ্ছে কুলুতে। বৃহস্পতিবার সকালে বৃষ্টির পরিমাণ বাড়ে। সেই সময় আখাড়া বাজার এলাকায় কয়েকটি বাড়ির উপর পাহাড় থেকে ধস নেমে আসে। বাড়িগুলিতে অনেকে আটকে পড়েন। স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগান। তিন জন আহতকে উদ্ধার করেন। এক জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি কাশ্মীরের বাসিন্দা।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, প্রথম ধস নামে ভোরের দিকে। তিনটি বাড়ির উপর সেই ধস নেমে আসে। ধস নামে ঘনবসতিপূর্ণ আখাড়া এলাকায়। সেই বাড়ির বাসিন্দারা ধসের নীচে চাপা পড়ে যান। প্রথম ধসের কিছু ক্ষণের মধ্যেই আবার দ্বিতীয় ধস নামে ওই এলাকাতেই। তাতে আরও কয়েকটি বাড়ি চাপা পড়ে। আব্দুল নামে এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর পরিবারের চার সদস্য ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২০০ মিটারের মধ্যে পর পর দু’টি ধস নেমেছে।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানানো হয়েছে, বর্ষার মরসুমের শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১২২টি ধসের ঘটনা ঘটেছে। ৯৫টি হড়পা বান, ৪৫টি মেঘভাঙা বৃষ্টি হয়েছে। রাজ্য জুড়ে এখনও পর্যন্ত ৩৪১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের।