অভিযুক্তকে ধরে থানায় নিয়ে যাচ্ছিলেন কনস্টেবল। অভিযোগ, পথেই তাঁকে একের পর এক কোপ মারেন অভিযুক্ত। তার পরে পালিয়ে যান। পথেই মৃত্যু হয় ৪২ বছরের কনস্টবেল ই প্রমোদের। তেলঙ্গানার নিজ়ামাবাদের ঘটনা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে এই ঘটনা হয়েছে। অভিযুক্ত এর আগেও একাধিক অপরাধে ধরা পড়েছেন। জেলও গিয়েছেন। শুক্রবার রাতে তাঁকে ধরে নিজামাবাদের এক থানায় নিয়ে যাচ্ছিলেন প্রমোদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই অভিযুক্তকে সোনার চেন ছিনতাইয়ের অভিযোগে নিজের দু’চাকায় চাপিয়ে ধরে নিয়ে যাচ্ছিলেন প্রমোদ। অভিযোগ, পথে তাঁর বুকে ছুরি মারেন অভিযুক্ত। তার পরে সেখান থেকে পালিয়ে যান।
আরও পড়ুন:
নিজ়ামাবাদের পুলিশ কমিশনার পি সাই চৈতন্যকে বিশেষ দল গঠন করে অভিযুক্তকে খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন ডিজি বি শিবধর রেড্ডি। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে তেলঙ্গানা পুলিশ।