রাশিয়ার মদের বোতলে জ্বলজ্বল করছে মহাত্মা গান্ধীর ছবি এবং সই! সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই আবহে অবশেষে মুখ খুলল রাশিয়ার মদপ্রস্তুতাকারী সংস্থা।
ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দিনী শতপথীর নাতি তথা রাজনীতিক সুপর্ণ শতপথী সম্প্রতি সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন। তাতে দেখা যাচ্ছে, দু’টি বিয়ারের বোতলের গায়ে সাঁটা স্টিকারে মহাত্মা গান্ধীর ছবি আঁকা। ছবিটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, মদপ্রস্তুতকারী সংস্থাটি রাশিয়ার। রাশিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যেও সরকারকে অনুরোধ করেছিলেন সুপর্ণ।
সেই বিতর্কের প্রেক্ষিতে সংবাদমাধ্যম এনডিটিভি-কে রাশিয়ার ওই সংস্থা জানিয়েছে, কাউকে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না। মদের বোতলে গান্ধীজির ছবির জন্য বছরখানেক আগেই তারা ক্ষমা চেয়ে নিয়েছিল। ভারতীয় দূতাবাস থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই সময়। তখনই তারা গান্ধীর ছবি দেওয়া মদের বোতলের উৎপাদন বন্ধ করে দেয়। এখনও কিছু বোতল বাজারে রয়ে গিয়েছে। সেগুলি যাতে শিগগিরিই বাজার থেকে সরিয়ে ফেলা হয়, তা তারা নিশ্চিত করবে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার সংস্থা বিবৃতিতে বলেছে, ‘‘হ্যাঁ, মদের বোতলের লেবেলে গান্ধীজির ছবি নিয়ে আমরা কারুকার্য করেছিলাম। গান্ধীজিকে আমরা পছন্দ করি। আমরা শুধুই শ্রদ্ধা জানাত চেয়েছিলাম। ভারতবাসীর প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা কাউকেই আঘাত করতে চাইনি।’’
এই ঘটনা অবশ্য প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও ইজ়রায়েলে একই ঘটনা ঘটেছিল। সে দেশের স্বাধীনতা দিবসে মদের বোতলে গান্ধীজির ছবি ব্যবহার করেছিল একটি সংস্থা। তা নিয়েও সেই সময় বিতর্ক হয়েছিল।