Advertisement
০২ মে ২০২৪
Madhya Pradesh Assembly Election 2023

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মধ্যপ্রদেশে ভোটের দায়িত্বে থাকা পুলিশ-সহ দু’জনের, অসুস্থ এক

মৃত দু’জনই মধ্যপ্রদেশে ভোটের কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে এক জন পঞ্জাব পুলিশের কনস্টেবল জেনারেল সিংহ। অন্য জন মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য দফতরের আধিকারিক ভীমরাও।

Cop and a watchman on assembly poll duty in Madhya Pradesh die of chest pain

মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে ভোটের আগে গাড়ি থামিয়ে চলছে তল্লাশি। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
ভোপাল শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১০:৩৩
Share: Save:

মধ্যপ্রদেশ বিধানসভার ২৩০টি আসনে চলছে ভোটগ্রহণ। শুক্রবার ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই সেই রাজ্য থেকে দু’জনের মৃত্যুর খবর এল। ঘটনাচক্রে, মৃত দু’জনই ভোটের কাজে নিযুক্ত ছিলেন। তাঁদের মধ্যে এক জন পঞ্জাব পুলিশের কনস্টেবল জেনারেল সিংহ (৫৩)। অন্য জন মধ্যপ্রদেশ সরকারের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের আধিকারিক ভীমরাও (৫৫)।

প্রথম ব্যক্তি বৃহস্পতিবার রাজ্যের টিকমগ়ড়ে বুথ পাহারার দায়িত্বে ছিলেন। দ্বিতীয় ব্যক্তি বেটুল এলাকার একটি ভোটকেন্দ্রে পরিদর্শক হিসাবে কাজ করছিলেন। পুলিশ কনস্টেবলের মৃত্যু নিয়ে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার রোহিত কাশওয়ানি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ভোটের দায়িত্ব সামলাতে সামলাতেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন পঞ্জাবের ওই পুলিশকর্মী। প্রথমে তাঁকে জেলা হাসপাতাল, পরে ঝাঁসি মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই একই দিনে মধ্যপ্রদেশ সরকারের কর্মী ভীমরাও বুকে যন্ত্রনার কারণে ভোটকেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মারা যান তিনি।

অন্য দিকে, ভোটের দায়িত্বে থাকা এক সরকারি আধিকারিক উজ্জয়িনীতে ভোট সংক্রান্ত সামগ্রী সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বছর চল্লিশের ওই মহিলা, রঞ্জিতা ডোংরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। এখন তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।

শুক্রবার মধ্যপ্রদেশের ৬৪,৫২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলছে। ফলাফল জানা যাবে আগামী ৩ ডিসেম্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE