Advertisement
২৬ এপ্রিল ২০২৪
COVID-19

করোনায় ন’জনের মৃত্যু ২৪ ঘণ্টায়! নতুন আক্রান্ত হাজার ছাড়াল, আতঙ্ক বাড়ছে মহারাষ্ট্রেও

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের হিসাব জানাচ্ছে, ১ মার্চ সে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩২। কিন্তু দেড় মাস পেরোতে না পেরোতেই তা ৩৪ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

Coronavirus in India: 1,115 fresh COVID-19 cases in Maharashtra in 24 hours! 9 deaths

মহারাষ্ট্র জুড়ে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ২০:১৩
Share: Save:

দিল্লির পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ দ্রুত হারে বাড়ছে মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,১৩৫ জন। মৃত্যু হয়েছে ৯ জন কোভিড আক্রান্তের।

গত ৩ সপ্তাহ ধরেই মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন অংশে উদ্বেগজনক ভাবে সংক্রমণের সংখ্যা বাড়ছিল। বুধবার বিকেলে প্রকাশিত সরকারি বুলেটিন জানাচ্ছে, এ বার তা হাজার পেরিয়ে গেল। এর মধ্যে শুধু মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ৩২০। ঠাণে, পুণে, রায়গড়, পালঘরের জেলাগুলিতেই উদ্বেগজনক হারে সংক্রমণ বাড়ছে বলে পরিসংখ্যান থেকে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের হিসাব জানাচ্ছে, ১ মার্চ সে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩২। কিন্তু দেড় মাস পেরোতে না পেরোতেই তা ৩৪ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনে আবারও করোনা সংক্রান্ত বিধিনিষেধ চালু হতে পারে বলে বুধবার আভাস দিয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর। প্রসঙ্গত, দেশের রাজধানী দিল্লিতে মঙ্গলবার নতুন সংক্রমণ হাজারের কাছে পৌঁছেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE