কোভিড রোগীদের চিহ্নিতকরণের জন্য তাঁদের বাড়ির বাইরে কোনও পোস্টার লাগানো হবে না। যাঁদের বাড়িতে ইতিমধ্যেই পোস্টার রয়েছে, তা-ও সরিয়ে ফেলা হবে। এই মর্মে শীঘ্রই সার্কুলার জারি করবে দিল্লি সরকার। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছে অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি (আপ) সরকার।
করোনায় আক্রান্তদের চিহ্নিতকরণের জন্য তাঁদের বাড়ির বাইরে পোস্টার লাগানো নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন দিল্লির আইনজীবী কুশ কালরা। হাইকোর্টের কাছে আবেদনে তাঁর দাবি, দিল্লি সরকারের এই ব্যবস্থা সংক্রমিতদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করার শামিল। যা তাঁদের ওই অধিকার (রাইট টু প্রিভেসি) ভঙ্গ করছে। এমনকি, সংবিধানের ২১ নম্বর ধারায় জীবন এবং ব্যক্তি স্বাধীনতার সুরক্ষিত অধিকারেও তা হানা দিচ্ছে।
আবেদনকারীর যুক্তি মেনে নিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিমা কোহালি এবং বিচারপতি সুব্রহ্মণ্যন প্রসাদের ডিভিশন বেঞ্চ। এ দিন কেজরীবাল সরকারকে ওই পোস্টার সরানোর জন্যও নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, প্রশাসন যাতে সংক্রমিতদের পরিচয় কোনও ভাবেই প্রকাশ না করে বা কোনও সোশ্যাল মিডিয়া গ্রুপে তা ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।