Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Coronavirus

পরীক্ষায় রেকর্ড, বাড়ল আক্রান্ত

মোট পরীক্ষার সংখ্যা ৭ কোটির কাছাকাছি।

ছবি এএফপি।

ছবি এএফপি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২০ ০৫:০২
Share: Save:

দেশে কোভিড থেকে সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা সাড়ে ৪৭ লক্ষ পেরিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সব চেয়ে বড় সাফল্য সম্ভবত পরীক্ষার রেকর্ডে। সারা দেশে ১০ লক্ষ বা তার বেশি পরীক্ষা হচ্ছিল কয়েক দিন ধরে। কিন্তু গত কাল নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯। মোট পরীক্ষার সংখ্যা ৭ কোটির কাছাকাছি।

আজ অবশ্য গত কয়েক দিনের মতো ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বেশি হয়নি। নতুন আক্রান্তের সংখ্যা যেখানে ৮৬,০৫২, সেখানে সুস্থ ৮১,১৭৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই করোনা-জয়ীদের ৭৩ শতাংশ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, দিল্লি-সহ ১০টি রাজ্যের বাসিন্দা। সুস্থতার হার ৮১.৭৪ শতাংশে পৌঁছেছে। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যার চেয়ে সুস্থের সংখ্যা প্রায় ৩৮ লক্ষ বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৫.৭৭ শতাংশ।

সরকারি হিসেবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষের বেশি। কেন্দ্রের বক্তব্য, এই নতুন আক্রান্তদের ৭৫ শতাংশ পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ফের ১১০০ পেরিয়েছে। তারও ৮৩ শতাংশের বেশি ঘটেছে পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে। সারা দেশে মোট মৃত্যু ৯২ হাজার পেরিয়েছে। মৃত্যুহার ১.৫৯ শতাংশ।

আজ নয়াদিল্লি এমসের ৬৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দাবি করেন, ভারতে ৫০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেও চিকিৎসা পরিষেবার দক্ষতার কারণেই মৃত্যুহার সর্বনিম্ন এবং সুস্থতার হার সর্বোচ্চ রয়েছে। এমসের মিডিয়া কোঅর্ডিনেটর বিশ্বনাথ আচারিয়া পরে বলেন, ‘‘প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তিরিশ জন পড়ুয়াকে আজ পুরস্কৃত করা হয়।’’ কোভিডে আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে আজ প্লাজ়মা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সরকারি হাসপাতাল জানিয়েছে। কোভিডের পাশাপাশি সিসৌদিয়া ডেঙ্গিতেও আক্রান্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Sample test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE