Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Coronavirus in India

COVID in India: ডিসেম্বরে প্রথম বার হাজার ছাড়াল মহারাষ্ট্রের আক্রান্ত, দেশেও বাড়ল দৈনিক সংক্রমণ

করোনাভাইরাসের ওমিক্রন রূপে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৩৬-এ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—সনৎ সিংহ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ১৭:১৭
Share: Save:

তিন দিন পর সাত হাজার ছাড়িয়ে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ৩ হাজার ২০৫ জনই কেরলে। মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০১ জন। ডিসেম্বর মাসে প্রথম বার সে রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছাড়াল। তামিলনাড়ু, পশ্চিমবঙ্গে ৫০০-র বেশি। দেশের বাকি রাজ্যগুলিতে তা রয়েছে আরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৬৫ হাজার ৯৭৬ জন।

করোনাভাইরাসের ওমিক্রন রূপে দেশে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৩৬-এ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এর পরই রয়েছে দিল্লি।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৩৪ জনের। তার মধ্যে ৩৮৩ জনই কেরলের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা ১০-এ নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৮ হাজার ৭৫৯ জন। তবে দৈনিক আক্রান্ত বাড়ায় গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে ১০১। যদিও দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৮০ হাজারের নীচেই রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE