নিলামে উঠবে ঋণখেলাপির মামলায় অভিযুক্ত পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসীর সম্পত্তি। তাঁর সঙ্গে সম্পর্কিত প্রায় ৪৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তোলার অনুমতি দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত। নিলামে ছাড়পত্রের তালিকায় রয়েছে মোট ১৩টি সম্পত্তি। এর মধ্যে আছে বেশ কিছু ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন, রুপোর বাট এবং কিছু মূল্যবান রত্ন।
‘গীতাঞ্জলি জেম্স লিমিটেড’ নামে এক সংস্থার সঙ্গে সম্পর্কিত সম্পত্তি নিলামের অনুমতি দিয়েছে আদালত। এই সংস্থাটির সঙ্গে হিরে ব্যবসায়ী মেহুল এবং তাঁর ভাইপো নীরব মোদীর যোগ রয়েছে। ঋণখেলাপির মামলায় উভয়েই দেশ থেকে পলাতক। মুম্বইয়ের আদালত যে সম্পত্তিগুলি নিলামের অনুমতি দিয়েছে, তার মধ্যে রয়েছে মুম্বই শহরতলি বোরিভলি এলাকার চারটি ফ্ল্যাট। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ অনুসারে ওই ফ্ল্যাটগুলির এক একটির বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকা।
এ ছাড়া বান্দ্রা কুরলা কমপ্লেক্সে ‘ভারত ডায়মন্ড বোর্স’ (মুম্বইয়ে অবস্থিত হিরের বাজার, যা বিশ্বের অন্যতম বড় হিরের বাজার বলে দাবি করা হয়) এলাকার একটি বাণিজ্যিক ভবনও নিলামে উঠছে। মুম্বই সংলগ্ন গোরেগাঁও এলাকার কিছু সম্পত্তিও নিলামে তোলার অনুমতি দিয়েছে আদালত। পাশাপাশি জয়পুরে ‘গীতাঞ্জলি জেম্স’ থেকে বাজেয়াপ্ত রুপোর বাট, মূল্যবান রত্ন এবং যন্ত্রপাতিও নিলামে উঠবে। সম্প্রতি এক নির্দেশনামায় এই সম্পত্তিগুলি নিলামের অনুমতি দিয়েছেন মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক এভি গুজরাতি। তিনি জানিয়েছেন, কর্তৃপক্ষ যথাযথ আইন মেনে এই সম্পত্তিগুলি নিলামে তুলতে পারেন। এই সম্পত্তিগুলি নিলামে বিক্রি করে সেই টাকা স্থায়ী আমানতে রাখা যেতে পারে বলে জানিয়েছে আদালত।
আরও পড়ুন:
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা প্রতারণার মামলায় চোকসীর বিরুদ্ধে মুম্বইয়ের আদালতের দু’টি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে। ২০১৮ সালে চোকসী সস্ত্রীক দেশ ছেড়ে পালান। বেলজিয়ামে ধরা পড়ার পরে তাঁকে দেশে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। সম্প্রতি বেলজিয়ামের আদালত জানিয়েছে, মেহুলকে ভারতে প্রত্যর্পণের ক্ষেত্রে আর কোনও বাধা নেই।