Advertisement
২৭ এপ্রিল ২০২৪
COVID-19

শনিবার থেকেই কোউইন অ্যাপ, পোর্টালে ১৮ ঊর্ধ্বরা টিকার আবেদন করতে পারবেন

ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা এ কথা জানিয়েছেন। বলেছেন, ‘‘টিকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।’’

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২১ ১২:২৪
Share: Save:

১৮ বছরের ঊর্ধ্বে কোভিড টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হবে ২৪ এপ্রিল, শনিবার থেকে। ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এগ্‌জি‌কিউটিভ অফিসার আরএস শর্মা বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের ‘কোউইন’ অ্যাপ্লিকেশন বা পোর্টালের মাধ্যমে এই নাম নথিভুক্ত করা যাবে বলেই জানানো হয়েছে।

শর্মা বলেন, ‘‘১৮ বছরের বেশি বয়সি সবাই টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন কোউইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ২৪ এপ্রিল থেকে শুরু হবে এই নথিভুক্তিকরণ। টিকাকরণ প্রক্রিয়া ও টিকা নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র একই থাকবে।’’

সোমবারে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু মাত্র ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। ১৬ জানুয়ারি শুরু হওয়া টিকাকরণের প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা। দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে তৃতীয় দফায়। সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতাল এবং অন্য টিকা কেন্দ্র থেকে টিকা নিতে হবে নিজের খরচে।

এই পর্যায়ে টিকাকরণের পরিমাণ অনেক বেশি হবে। সেই কারণে আরও বেশি সরকারি ও বেসরকারি টিকাকরণ কেন্দ্র তৈরি করা হবে বলেই জানিয়েছেন শর্মা। তিনি আরও জানান, এই পর্যায়ে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের সঙ্গেই রাশিয়ার স্পুটনিক ভি টিকাও কিছু কিছু কেন্দ্রে দেওয়া শুরু হবে।

শর্মা বলেন, ‘‘বেসরকারি সংস্থাগুলিকে বলা হয়েছে, কোউইন অ্যাপ্লিকেশনে টিকাকরণের দিন ও সময় জানাতে হবে। এ ছাড়া বেসরকারি সংস্থার কর্মীদের ফোন নম্বরও কোউইন অ্যাপ্লিকেশনে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

টিকাকরণের পরে টিকার কোনও বিরূপ প্রভাব দেখা যাচ্ছে কি না, সে দিকেই নজর রাখা হবে বলে জানিয়েছেন শর্মা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

COVID-19 COVID-19 Vaccine covid vaccines in india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE