Advertisement
১৮ মে ২০২৪
Gold

পাগড়ি, ট্রাউজার্সে থরে থরে লুকানো ছিল পাউচ, তল্লাশি চালাতেই যা প্রকাশ্যে এল

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইন্ডিগোর বিমানে ওই ব্যক্তি দুবাই থেকে চণ্ডীগড়ে ফিরছিলেন। বিমানবন্দরে তল্লাশির সময়ই শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি।

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।

সোনা পাচারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
চণ্ডীগড় শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২০:২৭
Share: Save:

দুবাই থেকে পাচারের উদ্দেশ্যে সোনা নিয়ে দেশে ফিরছিলেন এক ব্যক্তি। বিমানবন্দরে তল্লাশির সময়ই শুল্ক দফতরের নজরে পড়ল সোনা পাচারের কারবার। চণ্ডীগড়ে শহিদ ভগৎ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ব্যক্তির কাছ থেকে মোট ১২২৩ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৫২ লক্ষ ৮৮ হাজার ৮৩৫ টাকা। গত ১২ নভেম্বর ইন্ডিগোর বিমানে দুবাই থেকে ওই ব্যক্তি চণ্ডীগড়ে ফিরেছিলেন। বিমানবন্দরে তল্লাশির সময়ই ওই ব্যক্তির কাছ থেকে সোনা পাওয়া যায়।

জানা গিয়েছে, সোনাগুলি পাগড়ি ও ট্রাউজার্সের মধ্যে লুকিয়ে রেখেছিলেন ওই ব্যক্তি। পাগড়ির মধ্যে ১২টি হলদে-বাদামি রঙের পাউচ দেখতে পাওয়া যায়। একই রকম দেখতে আরও দু’টি পাউচ পাওয়া যায় ট্রাউজার্সের মধ্যে। তার মধ্যেই সোনাগুলি লুকিয়ে রাখা ছিল।

দুবাই থেকে বেআইনি ভাবে ভারতে আনা হয়েছিল ওই সোনা। শুল্ক আইনের আওতায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই পাচার কারবারে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gold Crime Gold Price
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE