Advertisement
E-Paper

কী ভাবে এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি যন্ত্র খুলে গেল? বোয়িং ৭৮৭ নিয়ে প্রশ্ন উঠতেই তদন্তে ডিজিসিএ

বার্মিংহামে নিরাপদে অবতরণ করানো হলেও ওই বিমানটির নিয়মমাফিক পরীক্ষা করা হয় বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই বিমানে বৈদ্যুতিন ব্যবস্থা ঠিক ছিল। তার পরেও কী ভাবে আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৬:২১
DGCA probe on Air India flight sees unexpected RAT deployment

এয়ার ইন্ডিয়া বিমানের জরুরি যন্ত্র আচমকা খুলে যাওয়ার বিষয়ে তদন্ত শুরু করল কেন্দ্র। — ফাইল চিত্র।

এয়ার ইন্ডিয়া বিমান অবতরণ করার সময় আচমকা জরুরি যন্ত্র খুলে যাওয়ার ঘটনায় এ বার তদন্ত শুরু করল কেন্দ্রীয় সরকার। ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ তদন্তভার হাতে নিয়েছে। ডিজিসিএ-র এক কর্তা ‘হিন্দুস্তান টাইমস’-কে বলেন, ‘‘এয়ার ইন্ডিয়ার বিষয়টি বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।’’

শনিবার অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বার্মিংহামের উদ্দেশে রওনা দেয়। যাত্রাপথে কোনও সমস্যা দেখা না দিলেও অবতরণের সময় বিমানের জরুরি টার্বাইন (রাম এয়ার টার্বাইন) চালু হয়ে যায়। বিমানের কেবিন ক্রুদের বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় পাইলটকে। তবে তার জন্য বড় কোনও সমস্যা হয়নি বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

বার্মিংহামে নিরাপদে অবতরণ করানো হলেও ওই বিমানটির নিয়মমাফিক পরীক্ষা করা হয় বলে জানান এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ওই বিমানটির আবার বার্মিংহাম থেকে দিল্লিতে ফিরে আসার কথা ছিল। কিন্তু এই ‘ত্রুটি’র কারণে দিল্লিগামী যাত্রা বাতিল করা হয়। বিমানসংস্থার তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ওই বিমানে বৈদ্যুতিন ব্যবস্থা ঠিক ছিল। তার পরেও কী ভাবে আচমকা বিমানের জরুরি টার্বাইন খুলে গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ‘রাম এয়ার টার্বাইন’ হল একটি ছোট একটি বিকল্প যন্ত্র, যা ইঞ্জিনে স্বয়ংক্রিয় ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ (হাইড্রলিক পাওয়ার) পৌঁছে দেয়। বিমানের যখন দু’টি ইঞ্জিন বিকল বা বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়, তখনই স্বয়ংক্রিয় ভাবে ওই যন্ত্রটি বেরিয়ে আসে। এই ঘটনার পরই আবার এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নিয়ে প্রশ্ন উঠছে। পাইলটদের সংগঠন এ ব্যাপারে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে। শুধু তা-ই নয়, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারগুলি পরীক্ষা করার আবেদনও করা হয়।

Air India Directorate General of Civil Aviation (DGCA)
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy