সকাল থেকে বহির্বিভাগে একটানা রোগী দেখছিলেন। আচমকা নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন চিকিৎসক। কর্তব্যরত অবস্থাতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। ওড়িশার বালেশ্বরের নীলগিরি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। শোকের ছায়া নেমেছে গোটা হাসপাতালে।
সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম ত্রিনাথ পাল। নীলগিরি হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে কর্মরত ছিলেন তিনি। রোজকার মতো রবিবারও হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন ত্রিনাথ। আচমকা তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে উঠে শৌচাগারে যান ওই চিকিৎসক। কিছু ক্ষণ পর বেরিয়ে এসে বহির্বিভাগের বিছানায় শুয়ে পড়েন। আর ওঠেননি। বিষয়টি দেখে হাসপাতালের কর্মীরা তৎপর হন। দ্রুত অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বালেশ্বর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জানানো হয়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে আগেই মৃত্যু হয়েছে ত্রিনাথের।
আরও পড়ুন:
রোগীদের প্রতি ভাল আচরণ এবং কর্মনিষ্ঠার জন্য হাসপাতালের কর্মীদের মধ্যে জনপ্রিয় ছিলেন ত্রিনাথ। এ হেন চিকিৎসকের আকস্মিক মৃত্যুর খবরে হাসপাতালে নেমেছে শোকের ছায়া। মৃত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেছেন বালেশ্বরের সাংসদ প্রতাপ ষড়ঙ্গী। সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলগিরি হাসপাতাল কর্তৃপক্ষও।