ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু তা-ই নয়, ভারত এবং রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদার করতে মোদীর ‘ব্যক্তিগত অবদান’কে সাধুবাদ জানিয়েছেন তিনি। পুতিন ছাড়াও বিশ্বের প্রথম সারির রাষ্ট্রনেতারাও মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তবে প্রথম শুভেচ্ছাবার্তা এসেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে। ফোন করে মোদীকে তিনি শুভেচ্ছা জানান। পাশাপাশি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের অবদানকে স্বাগত জানিয়েছেন তিনি।
রাশিয়া এবং ভারতের সুসম্পর্কের কথা অজানা নয়। ইউক্রেনে হামলার পরেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে ভারত। বরং ইউক্রেনে হামলার কারণে বিশ্বের অনেক দেশ যখন রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তাদের হাত শক্ত করেছিল ভারত। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার পরিমাণও বাড়িয়েছিল। এই কারণে ট্রাম্পের রোষের মুখেও পড়তে হয় ভারতকে। অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা। তবে তার পরেও রাশিয়া-ভারতের সম্পর্কে চিঁড় ধরেনি। শুধু রাশিয়ার তেল কেনা নয়, প্রতিরক্ষা খাতেও দুই দেশের সম্পর্ক খুবই ভাল। ট্রাম্পের হুঁশিয়ারির পরেও রাশিয়ার হাত ছাড়েনি ভারত। সেই বিষয়ই মোদীর জন্মদিনে মনে করিয়ে দিয়েছেন পুতিন। তাঁর মতে, মোদীর শাসনকালে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হয়েছে।
আরও পড়ুন:
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। বার বার শুল্ক হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। তবে দিন কয়েক ধরে সেই সম্পর্ক আবার পুরনো অবস্থানে ফিরতে চলেছে। দুই রাষ্ট্রনেতাই দাবি করেন, তাঁরা চান ভারত এবং আমেরিকার সম্পর্কের উন্নতি। বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা। সেই আবহে মোদীকে ফোন করে ট্রাম্পের শুভেচ্ছা জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত অনেকের। মোদীর সঙ্গে ফোনে কথোপকথনের বিষয়টি নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি মোদীকে ‘নরেন্দ্র, আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারে ভারতের সদর্থক ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্পের মতো ইজ়রায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বেঞ্জামিনও মোদীকে ‘নরেন্দ্র, আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ভারত-ইজ়রায়েল সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথাও বলেছেন। এ ছাড়াও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ়, নিউ জ়িল্যাল্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সোন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক-সহ আরও অনেকে মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।