Advertisement
E-Paper

আমেরিকার পেট্রোলিয়াম পণ্য কিনুক ভারত! চান হবু মার্কিন রাষ্ট্রদূত, ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্পের ভারত সফর নিয়েও

বৃহস্পতিবার ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত গোর বলেন, “শুল্ক নিয়ে সম্পর্কে সামান্য ওঠাপড়া থাকলেও ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক বেশি শক্তিশালী এবং এই বন্ধুত্ব অনেক দশক ধরে তৈরি করা হয়েছে।”

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:০৩
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিয়ো গোর (ডান দিকে)।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সার্জিয়ো গোর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

ভারত-আমেরিকা সম্পর্কে জট কাটার ইঙ্গিত দিলেন ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’-এর সম্মেলনে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে পারেন বলেও ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি। ট্রাম্পের ঘনিষ্ঠবৃত্তের অন্যতম সদস্য গোর। বর্তমানে তিনি হোয়াইট হাউসের ‘প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিস’ বা প্রেসিডেন্টের কর্মীবর্গ দফতরের প্রধান। গত অগস্টের ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে গোরকে মনোনীত করেন ট্রাম্প।

গোর জানিয়েছেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কথা হচ্ছে। সেই সূত্রেই তিনি জানান, আমেরিকার তেল এবং পেট্রোলিয়াম পণ্য ভারতে বিক্রির বিষয়ে দুই দেশের মধ্যে কথা হচ্ছে। গোর বলেন, “সম্ভাবনার কোনও শেষ নেই। বাণিজ্য নিয়ে কথা হচ্ছে। কথা হচ্ছে আমাদের অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্যের জন্য (ভারতের) বাজার খুলে দেওয়ার বিষয়েও।” একই সঙ্গে তাঁর সংযোজন, “বাজার সম্প্রসারণের অসংখ্য সুযোগ রয়েছে আমাদের সামনে এবং আমরা সেগুলি কাজে লাগাতে চাই।”

প্রসঙ্গত, রাশিয়া ভারতের মিত্র দেশ। রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের দেশকে ভাতে মারতে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছেন। রাশিয়া থেকে তেল আমদানির জন্য ভারতের অধিকাংশ পণ্যে আরও ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছে আমেরিকা। তার পরেও অবশ্য মস্কো থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে নয়াদিল্লি। এই আবহে ট্রাম্পের দূতের ভারতে মার্কিন তেল বিক্রির ইঙ্গিতকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রুশ তেলের উপর ভারতের নির্ভরতা কমাতেই আমেরিকার এই কৌশলী প্রস্তাব বলে মনে করা হচ্ছে।

অন্য দিকে, আগেই শোনা গিয়েছিল চলতি বছরের শেষেই ‘কোয়াড’ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পারেন ট্রাম্প। কিন্তু শুল্ক আরোপ নিয়ে দুই দেশের সম্পর্কে টানাপড়েনের আবহে ট্রাম্প আদৌ ‘বন্ধু’ নরেন্দ্র মোদীর দেশে আসবেন কিনা, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছিল। এই আবহে বৃহস্পতিবার গোর বলেন, “পরবর্তী কোয়াড বৈঠকের জন্য আলোচনা চলছে।” ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চিনের একাধিপত্য রুখতে তৈরি করা চতুর্দেশীয় অক্ষ ‘কোয়াড’। এর সদস্য দেশগুলি হল ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। চলতি বছরের শেষে ‘কোয়াড’-এর বার্ষিক সম্মেলনটি হওয়ার কথা ভারতে। আর তাতে যোগ দিতেই নয়াদিল্লি আসতে পারেন ট্রাম্প। অবশ্য, ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত নির্দিষ্ট কোনও তারিখের কথা জানাননি।

চিনের তিয়ানজিনে এসসিও বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের বন্ধুত্ব নজর কেড়েছিল গোটা বিশ্বের। আমেরিকাকে বার্তা দিতেই এই তিন শক্তি পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করছে বলেও শোনা গিয়েছিল। তার পরেই নড়েচড়ে বসে আমেরিকা। বার্তা দেওয়া হয়, নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে ওয়াশিংটনের। বৃহস্পতিবার ভারতে আমেরিকার হবু রাষ্ট্রদূত বলেন, “শুল্ক নিয়ে সম্পর্কে সামান্য ওঠাপড়া থাকলেও ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অনেক বেশি শক্তিশালী এবং এই বন্ধুত্ব অনেক দশক ধরে তৈরি করা হয়েছে।” মনে করা হচ্ছে, চিনের তুলনায় আমেরিকাই যে ভারতের বেশি বিশ্বস্ত বন্ধু, প্রকারান্তরে সেই বার্তা দেওয়ারই চেষ্টা করেছেন গোর।

US Donald Trump Sergio Gor Crude Oil Quad
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy