প্রয়াগরাজে কুম্ভমেলায় যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল আট পুণ্যার্থীর। জয়পুরের মোখামপুরায় ৪৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার ফলেই এই বিপত্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়ক ধড়ে বৃহস্পতিবার যাচ্ছিল গাড়িটি। আচমকাই তার টায়ার ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে গাড়িটি ডিভাইডারের উপর উঠে যায়। সে সময় উল্টো দিক থেকে আসছিল একটি বাস। তার সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। এর ফলে ঘটনাস্থলেই আট জনের মৃত্যু হয়েছে। মৃতেরা কুম্ভমেলায় যাচ্ছিলেন।
আরও পড়ুন:
গত শুক্রবার উত্তরপ্রদেশে দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জন পুণ্যার্থীর। কুম্ভমেলায় স্নান সেরে ফিরছিলেন ওই পুণ্যার্থীরা। একটি দুর্ঘটনা হয়েছে উত্তরপ্রদেশের গাজীপুরে, অন্যটি হয়েছে সীতাপুরে। প্রথম ক্ষেত্রে, প্রয়াগরাজ থেকে গোরক্ষপুরে ফিরছিলেন পুণ্যার্থীরা। পথে ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় প্রাণ হারান আট জন। আহত হন আরও আট জন। সীতাপুরে ট্রাকের সঙ্গে গাড়ির দু্র্ঘটনায় প্রাণ হারান দু’জন। গুরুতর জখম হন ১০ জন।