মহা নাটকের যবনিকা পতন হয়েছে আগেই। মহারাষ্ট্র নিয়ে এ বার দোষারোপের পালা শুরু হল বিজেপির অন্দরে। গোটা পরিস্থিতির জন্য দেবেন্দ্র ফডণবীসের অদূরদর্শিতাকেই দায়ী করলেন দলের নেতা একনাথ খাডসে। তাঁর মতে, পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রয়েছে যে অজিত পওয়ারের বিরুদ্ধে, কোনও পরিস্থিতিতেই তাঁর সঙ্গে হাত মেলানো উচিত হয়নি ফডণবীসের।
বরাবর দেবেন্দ্র ফডণবীসের সমালোচক হিসাবেই পরিচিত একনাথ খাডসে। তাঁর কথায়, ‘‘কোনও পরিস্থিতিতেই অজিত পওয়ারের সমর্থন গ্রহণ করা উচিত হয়নি বিজেপির। পাহাড় প্রমাণ সেচ দুর্নীতি সহ আরও বহু অভিযোগ রয়েছে ওঁর বিরুদ্ধে। ওঁর সঙ্গে হাত মেলানো একেবারেই উচিত হয়নি আমাদের।’’
১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত মহারাষ্ট্রের সেচমন্ত্রী ছিলেন অজিত পওয়ার। সেইসময় ৩৮টি প্রকল্পের ছাড়পত্র দেন তিনি। কিন্তু অভিযোগ ওঠে, ওই প্রকল্পগুলির জন্য বিদর্ভ ইরিগেশন ডেভলপমেন্ট কর্পোরেশনের ছাড়পত্র তো নেওয়াই হয়নি, উল্টে দরপত্রের নিয়মকানুনেও ইচ্ছামতো পরিবর্তন ঘটানো হয়। অথচ সেই বাবদ প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ হয়ে গেলেও, ১০ বছরে এক শতাংশ জমিও সেচের আওতায় আসেনি।