বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ওই রাজ্য এবং তার প্রতিবেশী তিন রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। আগামী ৩০ অক্টোবর বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের প্রশাসনের সঙ্গে সেই বৈঠক করবে কমিশন।
আগামী ৬ এবং ১১ নভেম্বর দু’দফায় বিহারের ২৪৩টি বিধানসভা আসনে ভোট হবে। কমিশন সূত্রে খবর, বিহারের সঙ্গে আন্তঃরাজ্য সম্পর্ক রয়েছে, এমন রাজ্যগুলির সঙ্গে বৈঠক করছে তারা। ওই বৈঠকে থাকার কথা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের নোডাল অফিসারদের। কমিশন জানিয়েছে, এই চার রাজ্য থেকে গত বিধানসভা নির্বাচনে কী পরিমাণ জিনিস বাজেয়াপ্ত হয়েছে, সেই তথ্য বৈঠকের আগে আগামী ২৪ তারিখের মধ্যে তাদের জানাতে হবে।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারই কমিশনের কাজে ভরসা প্রকাশ করেছে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ‘‘কমিশন যে নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করবে, তা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই।” এ বার বিহার ভোট সুষ্ঠু ভাবে করাতে সক্রিয় কমিশন। মনে করা হচ্ছে, ভোটমুখী বিহারে বেআইনি অর্থ, অস্ত্র যাতে ভিন্রাজ্য থেকে আসতে না পারে, সে কারণে প্রতিবেশী রাজ্যের প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশন।