Advertisement
E-Paper

বিহার থেকেই শুরু দেশের নতুন ভোট সংস্কার, ভোট প্রক্রিয়ায় অনেক পরিবর্তনের কথা বললেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ

বিহার থেকেই শুরু হচ্ছে দেশের ভোট সংস্কার। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, কোনও বুথে ১২০০ জনের বেশি ভোটার থাকবেন না। ভোটারেরা মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যেতে পারবেন। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৯:০২
A photograph of Elecetion Commissioer Gyanesh Kumar

নির্বাচন প্রক্রিয়ায় বিহার থেকে শুরু হয়েছে একাধিক পদক্ষেপ। আগামিদিনে যা গোটা দেশ অনুসরণ করবে বলে জানালেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। —ফাইল ছবি।

নির্বাচন প্রক্রিয়ায় বিহার থেকে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেখানে ১৭টি নতুন পরিবর্তন আনা হয়েছে। আগামিদিনে যা গোটা দেশ অনুসরণ করবে। আসন্ন বিধানসভা ভোটের আগে বিহারের ভোটারদের উদ্দেশে জানালেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। রবিবার তিনি জানান, বিহার থেকে এমন অনেক নতুন পদক্ষেপ বা পরিবর্তন করা হয়েছে যা নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করবে। বিহারের ভোটারদের ছট উৎসবের মতোই গণতন্ত্রের উৎসব পালনের ডাক দিয়েছেন নির্বাচন কমিশনার।

সামনেই রয়েছে বিহারের বিধানসভা ভোট। তার আগে সে রাজ্য সফরে গিয়েছে কমিশনের ফুল বেঞ্চ। রবিবার সফর শেষে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে ওই সব পদক্ষেপ করা হয়েছে। তাঁর কথায়, এখন থেকে কোনও ভোটকেন্দ্রে ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। এর আগে যা ছিল ১৫০০। আগে মোবাইল ফোন নিয়ে ভোট দিতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। নতুন নিয়মে ভোটারেরা ফোন নিয়েই ভোট দিতে যেতে পারবেন। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে থাকবে ফোন বুথ কক্ষ। সেখানে মোবাইল জমা রাখা যাবে। কমিশন জানিয়েছে, বুথ-স্তরের আধিকারিকদের সহজে চিহ্নিত করার জন্য পরিচয়পত্র চালু করা হয়েছে। এর ফলে তাঁদের সঙ্গে ভোটারদের পরিচয় আরও সহজ হবে।

কমিশনের সিদ্ধান্ত, বিহারের প্রতিটি বুথে ওয়েবকাস্টিং হবে, যাতে ভোটগ্রহণের উপর সরাসরি নজর রাখা যায়। গণনার নিয়মেও এসেছে পরিবর্তন। কত ভোট পড়েছে সেই তথ্যের সঙ্গে ইভিএমের তথ্যের অমিল হলে সেই কেন্দ্রের সব ভিভিপ্যাট স্লিপ গণনা করতে হবে। এ ছাড়া, ইভিএম গণনার শেষ দুই রাউন্ডের আগে পোস্টাল ব্যালট গণনা শেষ করতে হবে। জ্ঞানেশ কুমার আরও জানান, নির্বাচনের পরে ডিজিটাল ইনডেক্স কার্ড প্রকাশ করা হবে। এতে মোট ভোটার সংখ্যা, পুরুষ ও মহিলা ভোটারদের অংশগ্রহণের বিস্তারিত তথ্য অনলাইনে দেখা যাবে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জ্ঞানেশ জানান, সম্প্রতি বিহারে ভোটার তালিকা পরিশোধনের কাজ শেষ হয়েছে। ৯০ হাজারের বেশি বুথ-স্তরের কর্মী এই কাজ সফল ভাবে শেষ করেছেন। যা গোটা দেশের জন্য এক দৃষ্টান্ত।

আগামী মাসে বিহারের ২৪৩টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা। কবে ভোট হবে তা নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি কমিশন। রবিবার বিহারে শীঘ্রই ভোটের নির্ঘণ্ট ঘোষণার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার। তাঁর বক্তব্য, আগামী ২২ নভেম্বর বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই ভোটের দিন ক্ষণ ঘোষণা করা হবে। জ্ঞানেশ বলেন, ‘‘বিহারের সকল ভোটারকে অনুরোধ করছি, ছট উৎসবের মতোই উৎসাহ নিয়ে এই গণতন্ত্রের উৎসব উদ্‌যাপন করুন। সবাই ভোট দিন এবং নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করুন।”

Chief Election Commission Election Commission of India Bihar Assembly Election 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy