টুইটারের ‘চিফ এগ্জিকিউটিভ অফিসার (সিইও)’ পরাগ অগ্রবালের লম্বা পোস্টের তলায় কী প্রতিক্রিয়া দিলেন ইলন মাস্ক! তা নিয়েই এখন মজে নেটমাধ্যম। কী ভাবে নিজেদের আরও ত্রুটিমুক্ত করা যায়, তার খানিক আভাস দিয়ে লম্বা একটি পোস্ট (থ্রেড) করেছিলেন পরাগ। সেই পোস্টের তলায় কোথাও ইলন লিখলেন, ‘আপনারা কি আদৌ ভুয়ো প্রোফাইল ধরা শুরু করেছেন?’ আর সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে এল পরাগের মন্তব্যের প্রেক্ষিতে ইলনের দেওয়া একটি ইমোজি। যাকে নেটমাধ্যমের পরিভাষায় ‘পাইল অব পু’ নামেই দুনিয়া চেনে।
টুইটার কিনতে এক পা বাড়িয়ে থাকা ইলন আরও বেশ কিছু বদলের সঙ্গেই চেয়েছিলেন, টুইটার থেকে পাকাপাকি ভাবে ভুয়ো তথা স্বয়ংক্রিয় অ্যাকাউন্টের (বট্) বিদায়। সাম্প্রতিক পোস্টে এই বিষয়েই বিশদ আলোচনা করছিলেন পরাগ। জানিয়েছিলেন, তথ্য, বাস্তব এবং পরিপ্রেক্ষিত বিচার করে তিনি স্প্যাম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
তেমনই পরাগের একটি গুরুগম্ভীর এবং আপাত ভাবে গুরুত্বপূর্ণ পোস্টের তলায় ইলন একটি প্রতিক্রিয়া ব্যবহার করেছেন। যা নেটমাধ্যমে ‘পাইল অব পু’ নামে পরিচিত। সাধারণত কোনও বিষয়ে বিরক্তি বোঝাতে এই প্রতিক্রিয়া দেওয়ার চল রয়েছে।