Advertisement
E-Paper

‘শুধু ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না’! শিকল বেঁধে অবৈধবাসী প্রত্যর্পণের ব্যাখ্যা বিদেশমন্ত্রীর

জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮
External Affairs Minister S Jaishankar says, India engaging with US govt to ensure no mistreatment of those deported

রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: পিটিআই।

হাতকড়া পরিয়ে, শিকলে বেঁধে আমেরিকায় অবৈধবাসী ১০৪ ভারতীয়কে বুধবার ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। তা নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের জেরে মুখ খুলল সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বললেন, ‘‘এটা নতুন কোনও ঘটনা নয়।’’

প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধবাসী ফেরত নেওয়া উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া-শিকলের সাফাই দেন ভারতীয় বিদেশমন্ত্রী। সেই সঙ্গে জানান, মহিলা ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি। বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধবাসীদের।

জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, ‘‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’’ যদিও সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবর জানাচ্ছে, অমৃতসরে ফেরত আসা অবৈধবাসীদের কয়েক জন জানিয়েছেন, পুরো বিমানযাত্রাতেই তাঁদের হাত-পা বাঁধা ছিল। প্রসঙ্গত, বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।

শুধুমাত্র ভারতীয় নয়, অন্য দেশের অবৈধবাসীদের ক্ষেত্রেও ট্রাম্প সরকার প্রত্যর্পণ নীতি প্রয়োগ করছে জানিয়ে তিনি বলেন, ‘‘এমন ঘটনা শুধু ভারতীয়দের সঙ্গে হচ্ছে না।’’ অবৈধ অভিবাসন ঠেকাতে সংশ্লিষ্ট সব দেশের দায়বদ্ধতা রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে, ইউপিএ জমানায় তথ্য-পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রীর দাবি, অতীতেও আমেরিকা অবৈধ ভাবে অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠিয়েছে। বেসরকারি উড়ানের বদলে সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমান ব্যবহার করা হলেও এ ক্ষত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছে বলে জয়শঙ্করের দাবি। শিকলকাণ্ডের প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবার সংসদের দু’কক্ষের অধিবেশন কয়েক দফা মুলতুবি হয়।

US-India S jaishankar Donald Trump Deportation Case US Deports Indian Migrants Deportation Immigration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy