এনসিবি উটপাখির মতো বালির মধ্যে মুখ ডুবিয়ে আছে। আর জনপ্রিয়তার মাশুল গুনছেন আরিয়ান। এ ভাবেই মাদক নিয়ন্ত্রণ সংস্থা এনসিবি-কে কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি।
গ্রেফতার হওয়ার পর এত দিন পেরিয়ে গেলেও কেন এখনও জামিন পেলেন না শাহরুখ-তনয়? প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ। এ বার তাতে সুর মেলালেন দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল। মুকুল বলেন, ‘‘জামিনই নিয়ম, জেল ব্যতিক্রম। সুপ্রিম কোর্ট বহু দিন আগেই এটা পরিষ্কার করে দিয়েছে।’’