দিল্লির ফরেন করেসপন্ডেন্ট্স ক্লাবের এক কর্মসূচিতে এ বার শোনানো হল শেখ হাসিনার বার্তা। সশরীরে নয়, অডিয়ো বার্তা দিলেন তিনি। ‘সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ’ নামে ওই কর্মসূচিতে অডিয়ো বার্তা দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের অগস্টে ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে বিভিন্ন সময়ে অডিয়ো বক্তৃতা করেন তিনি। তবে ভারতে আয়োজিত কোনও কর্মসূচিতে এই প্রথম প্রকাশ্যে বাজানো হল হাসিনার অডিয়ো ক্লিপ।
সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট রয়েছে সে দেশে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় হাসিনার দল আওয়ামী লীগ এ বারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এ অবস্থায় নির্বাচনের ঠিক আগে হাসিনার এই অডিয়ো বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রায় এক ঘণ্টার বক্তৃতায় আগাগোড়া তিনি নিশানা করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। বক্তৃতার শুরুতেই তিনি বলেন, “বাংলাদেশ আজ এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে।” বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে কখনও ‘খুনি ফ্যাসিবাদী’, কখনও ‘সুদখোর’, কখনও ‘টাকা পাচারকারী’, আবার কখনও ‘ক্ষমতালোভী বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ শানান হাসিনা।
শুক্রবার দিল্লিতে আয়োজিত ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রী। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও উপস্থিত ছিলেন সেখানে। দীর্ঘ বক্তৃতায় ইউনূসের সরকারকে ‘অবৈধ’ এবং ‘হিংসাত্মক’ বলেও আক্রমণ শানান তিনি। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে সন্ত্রাস, অরাজকতা এবং গণতন্ত্রহীন এক যুগ ঠেলে দিয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। পড়শি দেশের উদ্ভূত পরিস্থিতিকে সার্বভৌমত্ব এবং সংবিধানের জন্য এক অস্তিত্বের লড়াই হিসাবে ব্যাখ্যা করেন তিনি। ইউনূস সরকারকে ‘বিদেশিদের হাতের পুতুল’ বলে আক্রমণ শানান তিনি। এবং ‘বিদেশিদের হাতের পুতুল হয়ে যাওয়া’ এই সরকারকে উৎখাত করার ডাক দেন হাসিনা।
আরও পড়ুন:
অন্তবর্তী সরকারের আমলে বাংলাদেশ ‘এক বিশাল জেলখানা, এক বধ্যভূমি এবং এক মৃত্যু উপত্যকা’য় পরিণত হয়েছে বলে অভিযোগ তোলেন হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আরও দাবি, ষড়যন্ত্র করেই ২০২৪ সালের অগস্টে তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। বস্তুত, গত এক বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন ভার্চুয়াল সভায় এ ধরনের বক্তৃতা করে আসছেন হাসিনা। ভার্চুয়াল সভায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথাও বলেন তিনি মাঝেমধ্যেই। তবে দিল্লিতে আয়োজিত কোনও কর্মসূচিতে শ্রোতাদের উদ্দেশে এমন অডিয়ো বার্তা সাম্প্রতিক অতীতে ঘটেনি।