Advertisement
E-Paper

Bobde meets Bhagwat: নাগপুরের সঙ্ঘ দফতরে শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি বোবডে, দেখা সঙ্ঘ প্রধানের সঙ্গে

এ বছরের শুরুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে অবসর নেন তিনি। এখন দিল্লি ও নাগপুরে অবসর-জীবন কাটাচ্ছেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২১ ১৪:৫৪
আরএসএস সদর দফতরে প্রাক্তন প্রধান বিচারপতি বোবডে।

আরএসএস সদর দফতরে প্রাক্তন প্রধান বিচারপতি বোবডে।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের সঙ্গে দেখা করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডে। মঙ্গলবার বিকেলে মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস-এর সদর দফতরে দু’জনের দেখা হয়। যদিও দু’জনের ওই বৈঠকের কথা সঙ্ঘের তরফে আনুষ্ঠানিক ভাবে স্বীকার করা হয়নি।

এই প্রথম নাগপুরে আরএসএস সদর দফতরে গেলেন বোবডে। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে থেকে ৫টার মধ্যে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে দেখা করেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি। আরএসএসের প্রতিষ্ঠাতা কে বি হেডগেওয়ারের পৈত্রিক বাড়িও ঘুরে দেখেন তিনি।

বোবডে আদতে নাগপুরেরই বাসিন্দা। জীবনের বড় অংশ তিনি কাটিয়েছেন এখানকার আদালতের আইনজীবী হিসাবে। পেশাদার জীবনের বিভিন্ন ধাপ পেরিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন। চলতি বছরের গোড়ায় তিনি ওই পদ থেকে অবসরগ্রহণ করেন। বর্তমানে তিনি দিল্লির পাশাপাশি নাগপুরেও থাকেন। তবে নাগপুরের ভূমিপুত্র হয়েও এই প্রথম তিনি আরএসএস সদর দফতরে গেলেন বলে জানা গিয়েছে।

সঙ্ঘের সদর দফতরে বোবডের যাওয়া নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কারণ, তাঁর আগে যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন সেই রঞ্জন গগৈ অবসরের পর রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হন। ওই মনোনয়নের পিছনে কেন্দ্রের শাসকদল বিজেপি-র ‘বড় ভূমিকা’ এবং ‘ইচ্ছা’ ছিল বলেই বিরোধীদের দাবি। বিজেপি যদিও এ নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেনি। সঙ্ঘের সদর দফতরে বোবডের যাওয়ার আড়ালে এমন কোনও কারণ অন্তর্হিত রয়েছে কি না তা নিয়ে জল্পনা বাড়ছে।

SA Bobde RSS Mohan Bhagwat BJP Nagpur CJI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy