১০ বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল ৫০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের সাহরানপুরের ঘটনা। অভিযুক্তকে রবিবার গ্রেফতার করেছে পুলিশ। তিনি নির্যাতিতার বাড়ির পাশেই থাকেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়ির সামনে খেলা করছিল বালিকা। অভিযোগ, সে সময় তাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত প্রৌঢ়। একটি সমাধিক্ষেত্রে নিয়ে গিয়ে বালিকাকে ধর্ষণ করেন। ধরা পড়ে যেতে পারেন, এই ভয়ে প্রৌঢ় তাকে গলা টিপে খুন করেন বলে অভিযোগ। এর পরে বালিকার বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি ঝোপে দেহ ফেলে দেন।
আরও পড়ুন:
শুক্রবার রাত হয়ে গেলেও বালিকা বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে তার পরিবার। শনিবার সকালে ওই ঝোপ থেকে নির্যাতিতার দেহ উদ্ধার করেন স্থানীয়েরা। পুলিশ এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশিত যে, বালিকাকে খুনের আগে যৌন নির্যাতন করা হয়েছে। তদন্তে নেমে ওই প্রৌঢ়কে রবিবার গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার ব্যোম বিন্দল জানিয়েছেন, অভিযুক্ত অবিবাহিত। মাদকাসক্তিও রয়েছে তাঁরা। নির্যাতিতার বাবা দিনমজুরের কাজ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রৌঢ়কে।