তাঁর টেলিভিশন ক্যুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) মুখ্য অর্থনীতিবিদ গীতা গোপীনাথের রূপের প্রশংসা করায় ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইল সোশ্যাল মিডিয়ায়। গীতার পরিচয় দিতে গিয়ে অমিতাভ কেন কাজের চেয়ে তাঁর রূপের প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুললেন নেটাগরিকরা। ২০১৯-এ আইএমএফ-এর মুখ্য অর্থনীতিবিদের দায়িত্ব পান গীতা। এর আগে আর কোনও মহিলা এই পদ পাননি।
অমিতাভের টিভি ক্যুইজ শো’য়ের ওই অনুষ্ঠানের ভিডিয়োটি শুক্রবার টুইট করেন গীতা। টুইটে তিনি লেখেন, ‘‘এটা আমার কাছে খুবই স্পেশাল একটা ব্যাপার। আমি বিগ বি-র মস্তবড় ফ্যান। এটা কোনও দিনই ভুলতে পারব না।’’ অমিতাভকে গীতা ‘সর্বকালের সেরা’ বলেও উল্লেখ করেন।