আগামী বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে ভাবনাচিন্তা করছে গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)। দলের সভাপতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই সোমবার বলেন, ‘‘রাজ্যের আমজনতার মনভাব বুঝেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে সমঝোতার বিষয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর সংস্থা আইপ্যাকের সঙ্গে আলোচনা আপাতত স্থিতাবস্থায় রয়েছে।
২০১৭ সালের বিধানসভা ভোটের আগে আসন সমঝোতার বিষয়ে কংগ্রেসের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছিল জিএফপি-র। কিন্তু তা ফলপ্রসূ হয়নি। শেষ পর্যন্ত একক ভাবে লড়ে তিনটি আসনে জেতে বিজয়ের দল। ফতোরদা কেন্দ্রে জেতেন বিজয় নিজে। সোমবার তিনি বলেন, ‘‘এ বারের ভোটে কংগ্রেসের সঙ্গে সমঝোতার বিষয়টি আমাদের ভাবনায় নেই।’’
২০১৭ সালের বিধানসভা ভোটের পরে গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি। সেই জোট সরকারে যোগ দিয়েছিল জিএফপি। ২০১৯ সালের জুলাই পর্যন্ত গোয়ার সেই সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন বিজয়। কিন্তু এর পর বিজেপি-র সঙ্গে সমঝোতা ভেঙে যায়।