Advertisement
E-Paper

আদানিদের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতে এআই তথ্যকেন্দ্র বানাবে গুগ্‌ল! খরচ ১ লক্ষ ৩৩ হাজার কোটি টাকা, কথা মোদীর সঙ্গেও

মঙ্গলবার দিল্লিতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গুগ্‌ল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে গুগ্‌ল সিইও সুন্দর পিচাইয়েরও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৩:৪৪
(বাঁ দিক থেকে) আদানি গোষ্ঠীর কর্তা গৌতম আদানি, গুগ্‌ল-এর সিইও সুন্দর পিচাই এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

(বাঁ দিক থেকে) আদানি গোষ্ঠীর কর্তা গৌতম আদানি, গুগ্‌ল-এর সিইও সুন্দর পিচাই এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

ভারতে দেড় হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১,৩৩,১৭০ কোটি টাকা) বিনিয়োগ করছে গুগ্‌ল। কৃত্রিম মেধা (এআই) সংক্রান্ত কাজের জন্য অন্ধ্রপ্রদেশে একটি তথ্যকেন্দ্র তৈরি করবে তারা। মঙ্গলবার এমনটাই ঘোষণা করল মার্কিন বহুজাতিক সংস্থা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই তথ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা আগেই সেরে নিয়েছিল গুগ্‌ল। আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি করছে তারা। গত অগস্ট মাসে জানা গিয়েছিল, ওই তথ্যকেন্দ্রের জন্য ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগ্‌ল। এ বার জানা গেল, পূর্ব ঘোষণার চেয়ে দ্বিগুণেরও বেশি বিনিয়োগ করে এই তথ্যকেন্দ্র তৈরি করা হবে।

এই বিনিয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মঙ্গলবার একটি সমঝোতাপত্র (মউ) স্বাক্ষর করেছে গুগ্‌ল। ওই সমঝোতাপত্রের জন্য মঙ্গলবারই দিল্লিতে পৌঁছে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। গুগ্‌ল কর্তাদের সঙ্গে সেখানেই বৈঠক হয় তাঁর। মউ স্বাক্ষরের জন্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। এ ছাড়া গুগ্‌ল-এর সিইও সুন্দর পিচাইও ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। বিশাখাপত্তনমের ওই এআই তথ্যকেন্দ্র নিয়ে কথা হয়েছে তাঁদের মধ্যে।

মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠকে বসবেন চন্দ্রবাবু। অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মউ স্বাক্ষরের জন্য বর্তমানে দিল্লিতে রয়েছেন ‘গুগ্‌ল ক্লাউড’-এর সিইও থমাস কুরিয়ান। বিশাখাপত্তনমের এই তথ্যকেন্দ্রটির বিষয়ে তিনি বলেন, “আমেরিকার বাইরে তৈরি হওয়া সংস্থার সবচেয়ে বড় এআই তথ্যকেন্দ্র হতে চলেছে এটি।”

তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই বিশাল বিনিয়োগের জন্য এ বারও দক্ষিণ ভারতীয় একটি শহরকেই বেছে নিল বিনিয়োগকারী গোষ্ঠী। কর্নাটকের বেঙ্গালুরু, তামিলনাড়ুর চেন্নাইয়ের মতো শহরগুলিতে দীর্ঘদিন ধরেই বিনিয়োগ করে আসছে বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। মহারাষ্ট্রের পুণেতেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু বিনিয়োগ হয়েছে অতীতে। তবে এ বার এই শহরগুলির বাইরে অন্য কোনও শহরকে বিনিয়োগের জন্য বেছে নিল গুগ্‌ল। তবে এ বারও ভাগ্যের শিঁকে ছিড়ল দক্ষিণ ভারতীয় একটি শহরেই। অন্ধ্রপ্রদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী নর লোকেশের কথায়, “বর্তমান যুগে তথ্য হল তেলের মতো (দামি)। এই ধরনের উদ্যোগ কৌশলগত ভাবে (অন্ধ্রপ্রদেশকে) এগিয়ে রাখবে।”

দক্ষিণ ভারতের বন্দর শহর বিশাখাপত্তনমের এই তথ্যকেন্দ্রটিতে এক গিগাওয়াট পর্যন্ত তথ্যধারণের ক্ষমতা থাকবে। প্রাথমিক ভাবে মঙ্গলবার ভারতের আধিকারিক সূত্রে রয়টার্স জানিয়েছিল, এটির জন্য ১০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ৮৮,৭৮০ কোটি টাকা) বিনিয়োগ করবে গুগ্‌ল। তবে পরে সংস্থার তরফে জানানো হয়, ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে তারা। ‘মাইক্রোসফ্‌ট’, ‘অ্যামাজ়ন’-এর মতো সংস্থাগুলি ইতিমধ্যে ভারতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে তথ্যকেন্দ্র তৈরির জন্য।

Google AI Sundar Pichai Narendra Modi Chandrababu Naidu Investment Artificial Intelligence
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy