এনডিএ জোটের শরিক দল শিবসেনার জোরালো চাপের কাছে কার্যত নতি স্বীকার করল কেন্দ্রীয় সরকার। এয়ার ইন্ডিয়ার ম্যানেজারকে চটি-পেটা করার দায়ে যাঁর বিমান-যাত্রা নিষিদ্ধ হয়েছিল, শিবসেনার সেই সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় আবার যে কোনও ভারতীয় বিমানসংস্থার উড়ানে চড়তে পারবেন। আজই দিল্লি থেকে বিমানে তাঁর মুম্বইয়ে ফিরে যাওয়ার কথা। এয়ার ইন্ডিয়ার ম্যানেজারকে চটি-পেটা করার দায়ে তাঁর বিমানযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দিল্লি ও মুম্বইয়ের মধ্যে যাতায়াতের জন্য তাঁর কাটা চারটি বিমান-টিকিটই বাতিল করে দেওয়া হয়। সূত্রের খবর, ওই বাতিল করা টিকিটেই যাতে শিবসেনা সাংসদ বিমানে চড়তে পারেন সে জন্য প্রয়োজনীয় সরকারি নির্দেশ দেওয়া হচ্ছে।
এ দিন ওই ঘটনার নাটকীয় পালাবদল ঘটে সংসদে। দলীয় সাংসদকে চড়তে না দেওয়া হলে মুম্বই বিমানবন্দর থেকে কোনও বিমানই ওঠা-নামা করতে দেওয়া হবে না। সংসদে স্পিকারের ওয়েলের সামনে দাঁড়িয়ে বৃহস্পতিবার ওই হুমকি দেন শিবসেনা সাংসদরা। অভিযুক্ত সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় সংসদে বলেন, ‘‘ওই দিন আমাকে এয়ার ইন্ডিয়ার ওই ম্যানেজারই উত্যক্ত করেছিলেন। দিল্লিতে নামার পর ওই ম্যানেজার আমার কাছে জানতে চান, বিজনেস ক্লাসের টিকিট থাকা সত্ত্বেও আমি কেন ইকোনমি ক্লাসে চড়েছি। এটা নিয়ে আমাকে বিদ্রুপও করেন। আমি যা করেছি, তার জন্য আমি সংসদের কাছে ক্ষমা চাইব। ওই ম্যানেজারের কাছে নয়।’’
ওই সময় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজু কিছু বলতে উঠলে শিবসেনা সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত গীতে তাঁকে বাধা দেন। তখনই শিবসেনা সাংসদদের হুমকি দিতে শোনা যায়, ‘‘এ রকম হলে মুম্বই থেকে কোনও বিমানই ওঠা-নামা করতে দেওয়া হবে না। এর পরেই সমস্যা মেটাতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী গজপতি রাজু ও শিবসেনা সাংসদদের নিয়ে একটি বৈঠক করেন স্পিকার সুমিত্রা মহাজন। তার পরেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
আরও পড়ুন- রাজস্থানে গোরক্ষকদের হাতে খুনের ঘটনা জানা নেই: নাকভি