Advertisement
E-Paper

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ! গ্রেফতার গুজরাত কংগ্রেসের সাধারণ সম্পাদক

গুজরাত পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ‘ভ্রান্ত’ এবং ‘সেনার মনোবল ভঙ্গকারী’ পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার সোনির নামে এফআইআর দায়ের হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ২০:০৮
Gujarat Congress leader held for ‘misleading’, ‘morale breaking’ posts on Operation Sindoor

‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করে এ বার গ্রেফতার এক কংগ্রেস নেতা। —ফাইল চিত্র।

ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গুজরাত প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হল। রাজেশ সোনি নামে ওই কংগ্রেস নেতা সমাজমাধ্যমে ‘আপত্তিকর পোস্ট’ করেছেন বলে শুক্রবার দাবি করেছে মোদীর রাজ্যের পুলিশ।

গুজরাত পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে ‘ভ্রান্ত’ এবং ‘সেনার মনোবল ভঙ্গকারী’ পোস্ট করার অভিযোগে বৃহস্পতিবার সোনির নামে এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতে শুক্রবার ভোরে সিআইডির সাইবার ক্রাইম সেল সোনিকে গ্রেফতার করেছে। সাইবার ক্রাইম সেলের সুপার ভরত সিংহ টঙ্ক বলেন, ‘‘ধৃত কংগ্রেস নেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনসি)-র ১৫২ (ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা বিপন্নকারী কাজ) এবং ৩৫৩(১)(ক) (জনসাধারণের ক্ষতি করার উদ্দেশ্যে করা বক্তব্য) ধারায় মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত, কোনও সরকারি আধিকারিক বা কর্মী সম্পর্কে কর্তব্যে গাফিলতির অসত্য অভিযোগ তুললেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ৩৫৩(১)(ক) ধারায় মামলা রুজু হতে পারে। এ ক্ষেত্রে ধৃত কংগ্রেস নেতা সেনাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বলে পুলিশের দাবি। এর আগে পহেলগাঁও হত্যাকাণ্ড এবং পাকিস্তানের সঙ্গে আচমকা সংঘর্ষবিরতি নিয়ে মোদী সরকারের ভূমিকার সমালোচনা করায় চলতি সপ্তাহেই আর এক বিজেপিশাসিত রাজ্য ছত্তীসগঢ়ের প্রাক্তন কংগ্রেস বিধায়ক অরুণ তিওয়ারি এবং কংগ্রেস নেতা ব্রিজমোহন সিংহকে গ্রেফতার করেছিল পুলিশ। বিরোধীদের অভিযোগ, জাতীয় নিরাপত্তার যুক্তি দিয়ে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বিজেপি।

Operation Sindoor Controversial Comment Congress Leader Operation Sindoor 2025 Gujarat Gujarat Police Social Media
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy