Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Dalit

খেলা দেখতে গিয়ে বল ধরেছিল দলিত কিশোর, বচসার জেরে কাটা হল কাকার আঙুল

রবিবার কাকোসি গ্রামের একটি স্কুলের মাঠে ক্রিকেট খেলা চলছিল। খেলা দেখছিল ওই কিশোর। তখনই এক বার বলে হাত দেয় সে। তাতে অভিযুক্তেরা রেগে যান।

image of police

ছবি: প্রতীকী

আনন্দবাজার অনলাইন ডেস্ক
আমদাবাদ শেষ আপডেট: ০৫ জুন ২০২৩ ২৩:২০
Share: Save:

মাঠে খেলা দেখার সময় ক্রিকেট বলে হাত দিয়েছিল দলিত কিশোর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই নিয়ে তাকে জাত তুলে গালিগালাজ করেন কয়েক জন। কাকা প্রতিবাদ করলে তাঁর বুড়ো আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল। গুজরাতের পাটান জেলার ঘটনা।

রবিবার কাকোসি গ্রামের একটি স্কুলের মাঠে ক্রিকেট খেলা চলছিল। খেলা দেখছিল ওই কিশোর। তখনই এক বার বলে হাত দেয় সে। তাতে অভিযুক্তেরা রেগে যান। পুলিশ জানিয়েছে, দলিতদের উল্টোপাল্টা কথা বলেন তাঁরা। কিশোরের কাকা ধীরাজ পারমার ঘটনার প্রতিবাদ করেন। তখনকার মতো বিষয়টি মিটে যায়।

রবিবার সন্ধ্যাবেলা ৭ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে ধীরাজ এবং তাঁর ভাই কীর্তির উপর চড়াও হন। মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের এক জন ধীরাজের বুড়ো আঙুল কেটে নেন। ভারতীয় দণ্ডবিধি এবং তফসিলি জাতি, জনজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

দিন কয়েক আগে গুজরাতে এক দলিত কিশোর সাজগোজ করে সানগ্লাস পরায় তাঁকে মারধরের অভিযোগ উঠেছিল। অভিযুক্ত সকলেই উচ্চ শ্রেণির। গুজরাতের পালনপুর তালুকে এই ঘটনা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dalit police Gujarat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE