Advertisement
০৭ মে ২০২৪

প্রথম কুড়িতে হাইলাকান্দির যশ

মাধ্যমিকে রাজ্যে প্রথম কুড়ি জনের মধ্যে স্থান করে নিল হাইলাকান্দির যশ সারদা। হাইলাকান্দির সেন্ট মেরিজ হাইস্কুলের ছাত্র যশ ৯৫.৬৬ শতাংশ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ৫৭৪।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০৩:০২
Share: Save:

মাধ্যমিকে রাজ্যে প্রথম কুড়ি জনের মধ্যে স্থান করে নিল হাইলাকান্দির যশ সারদা। হাইলাকান্দির সেন্ট মেরিজ হাইস্কুলের ছাত্র যশ ৯৫.৬৬ শতাংশ নম্বর পেয়েছে। তার প্রাপ্ত মোট নম্বর ৫৭৪।

হাইলাকান্দির দীর্ঘ দিন ধরে বসবাস করছেন সারদা পরিবার। প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের মানুষগুলি আজ তাঁদের বাড়ির ছেলের এই সাফল্যে প্রবল খুশি। পরিবারেরই আরেক মেয়ে, যশের বোন একই সঙ্গে ৮৭ শতাংশ নম্বর পেয়ে পাশ করায় পারিবারিক খুশি বাড়তি মাত্র পেয়েছে।

ফলাফল প্রকাশ হতেই হাইলাকান্দির সারদা পরিবারে শুভাকাঙ্খীদের ভিড়। এদিন সারদা পরিবারে গিয়ে দেখা যায় যশের মা সরলা সারদা, বাবা পারস সারদা, জেঠু সন্তু সারদা এবং জেঠিমা উর্মিলা সারদা শুভাকাঙ্খীদের মিষ্টিমুখ করাচ্ছেন। পুত্রের সাফল্যে উৎফুল্ল সারদা দম্পতি জানান, ছেলের পছন্দ মতোই তার উচ্চশিক্ষার ব্যবস্থা করবেন তাঁরা। মা সরলাদেবীর কথায়, ‘‘আজ আমি এত খুশী যে বলে বোঝাতে পারব না।’’ মা জানান, ছেলেকে কখনও পড়ার জন্য বকাবকি করতে হয়নি। সে তার নিজের মতোই পড়াশোনা করেছে। ভবিষ্যতেও তাঁরা ছেলের উপরে তাঁদের নিজেদের ইচ্ছে চাপিয়ে দেবেন না বলে জানান। সে তার পছন্দ মতোই উচ্চশিক্ষার ক্ষেত্র বেছে নেবে বলে জানান বাবা পারস সারদা।

তার নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে যশ জানিয়েছে সে বড় ইঞ্জিনিয়ার হতে চায়। সেই লক্ষ্য নিয়েই সে এগোবে। নজরকাড়া ফলাফলের জন্য সে প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করেছে, সাংবাদিকরা জানতে চাইলে যশ জানায়, তার পড়াশোনার কোন গৎ বাঁধা রুটিন ছিল না। যখন পড়ার ইচ্ছা হয়েছে তখনই পড়তে বসেছে। যশের পছন্দের বিষয় অঙ্ক। তার প্রিয় খেলা ব্যাডমিন্টন এবং ক্রিকেট। তার এই ফলাফলের কৃতিত্ব সে নিজের স্কুল ও শিক্ষকদেরই দিতে চায়। পাশাপাশি, সে কৃতিত্ব দিচ্ছে দাদু গোপালকৃষ্ণ সারদা, ঠাকুমা লক্ষ্মী দেবী সারদা এবং মা, বাবা, জেঠু, জেঠিমাকে। যশের এই সাফল্যে হাইলাকান্দির সার্কেল অফিসার সরফরাজ হক তাকে অভিনন্দন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Madhyamik Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE