Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Harsh Vardhan Shringla

জার্মানি-ভারত জোটের পক্ষে সওয়াল শ্রিংলার

বিনিয়োগ আকর্ষণের চেষ্টার পাশাপাশি সন্ত্রাস নিয়েও সরব হয়েছেন বিদেশসচিব।

বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। ছবিছ পিটিআই।

বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। ছবিছ পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২০ ০৪:৩৪
Share: Save:

ফ্রান্সের পরে এ বার জার্মানিতে গিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিপাক্ষিক জোট গড়ার পক্ষে সওয়াল করলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। পাশাপাশি জানালেন, সে দেশের সংস্থাগুলির জন্য ভারতে বিনিয়োগের পথ মসৃণ। ঘটনা হল, চিনে বিপুল বিনিয়োগ রয়েছে জার্মানির। শ্রিংলার সফরে ভারতের দাবি, অতিমারির পরে গোটা বিশ্বের এবং বিভিন্ন অঞ্চলের সম্পর্কের পুর্নবিন্যাসের সময় এবং সুযোগ এসেছে। ভারত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায়।

বিনিয়োগ আকর্ষণের চেষ্টার পাশাপাশি সন্ত্রাস নিয়েও সরব হয়েছেন বিদেশসচিব। সূত্রের খবর, তিনি সে দেশের নেতৃত্বকে জানিয়েছেন, অতিমারির মধ্যে ভারতকে বিভিন্ন নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। যার মধ্যে রয়েছে ভারতের ‘উত্তর সীমান্তের উত্তেজনা’ এবং ‘পশ্চিম সীমান্তের নিরন্তর সন্ত্রাস’। জানা গিয়েছে, তিনি জার্মান কর্তাদের বলেছেন জার্মানির ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির সঙ্গে ভারতের স্বার্থের মিল রয়েছে। সন্ত্রাসবাদের মোকাবিলার প্রশ্নেও ভারত এবং ইউরোপের দেশগুলির কোনও বিরোধ নেই। আন্তর্জাতিক আইনের শাসনকে জোরদার করতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অক্ষকে শক্তিশালী করার ডাক দিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harsh Vardhan Shringla Germany India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE