খোলা জায়গায় নমাজ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। প্রকাশ্য স্থানে নমাজ নিয়ে গুরুগ্রামে সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে খট্টর বলেন, ‘‘মুসলিমদের খোলা জায়গায় শুক্রবারের নমাজ উচিত নয়।’’
২০১৮ সালের নির্দেশিকা অনুযায়ী গুরুগ্রামের ৩৭টি প্রকাশ্যে স্থান নমাজের জন্য চিহ্নিত ছিল। কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভ-আন্দোলনের জেরে নভেম্বরের গোড়ায় আটটি স্থানে নমাজের অনুমতি বাতিল করে হরিয়ানা সরকার। পাশাপাশি সরকারি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়, বাকি ২৯টি স্থান নিয়ে যদি কোনও আপত্তি ওঠে, সে ক্ষেত্রেও অনুমতি বাতিল করা হবে।