ভারতীয় পাসপোর্টের শক্তি দিন দিন কমছে। আর এই কমাটা মনমোহন সিংহ জমানার তুলনায় অনেকটাই বেশি। যদিও বিজেপি শিবির দাবি করে, বিশ্বে ভারতীয় পাসপোর্টের গুরুত্ব ও শক্তি বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি গোয়ায় বিজেপি-র কর্মিসভায় ভারতীয় পাসপোর্টের শক্তিবৃদ্ধির দাবি করেছেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও তথ্য শাহের উল্টো কথাই বলছে।
গত ১৪ অক্টোবর গোয়ায় বিজেপি-র কর্মী সম্মেলনে বক্তব্য রাখে শাহ। সেখানে তিনি দাবি করেন, মোদী জমানায় বিশ্বে ভারত সম্পর্কে ধারণা বদলাচ্ছে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ভারতীয় পাসপোর্ট দেখানোর সময় আগে এবং এখনকার মনোভাবে অনেক বদল এসেছে। ভারতীয় পাসপোর্ট দেখালেই বিদেশের কর্মীদের চোখ-মুখ উজ্জ্বল হয়ে ওঠে। প্রশ্ন করেন, আপনি কি মোদীজির দেশ থেকে এসেছেন?’’ শুধু শাহ নয়, ইদানীং কালে অনেক বিজেপি নেতাকে মোদী জমানার প্রশংসা করতে গিয়ে ভারতীয় পাসপোর্টের গুণ গাইতে শোনা গিয়েছে। দলের পক্ষে এমন প্রচারও চোখে পড়েছে।