তিনি যা করছেন তার জন্য অনুতপ্ত নন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দিকে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টায় অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোর এমনই মন্তব্য করলেন। প্রধান বিচারপতির দিকে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টার ঘটনায় তাঁকে আটক করেছিল দিল্লি পুলিশ। প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। পুলিশের দাবি, সুপ্রিম কোর্টের তরফে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় এই সিদ্ধান্ত। আর পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার পরই অভিযুক্ত আইনজীবী জানিয়েছেন, কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত নন।
আইনজীবী রাকেশের মন্তব্য, ‘‘আমি এটা করিনি। ঈশ্বর করেছেন। দেশের প্রধান বিচারপতি সনাতন ধর্মকে অপমান করেছেন। ঈশ্বরের নির্দেশেই যা হওয়ার হয়েছে।’’ সেই ঘটনার পর প্রথম এ বিষয়ে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে প্রধান বিচারপতি বলেন, ‘‘ আইনজীবীকে বলেছি, বিষয়টি ভুলে যান। আমি এ বিষয়ে বিচলিত হই না। আপনারও হওয়া উচিত নয়।’’ প্রধান বিচারপতি গবই আরও জানিয়েছেন, তাঁর টেবিলে কোনও কিছু এসে পড়েনি। তিনি শুধু কিছু একটা পড়ার আওয়াজ শুনেছিলেন। তাঁর কথায়, ‘‘আমি ওই আইনজীবীকে বলতে শুনেছিলাম, গবইসাহেবের দিকে ছুড়ে মেরেছি। সম্ভবত, তিনি যা ছুড়ে মেরেছিলেন, তা অন্য কোনও টেবিলে পড়েছে।’’
প্রসঙ্গত, সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে শুনানি চলছিল প্রধান বিচারপতি গবইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই সময় এক আইনজীবী প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ‘জুতো’ ছুড়ে মারার চেষ্টা করেন বলে অভিযোগ। তবে এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন। ওই ব্যক্তিকে ধরে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, তাঁকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিৎকার করে স্লোগান দিচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” সোমবার সকালের ওই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত আইনজীবী রাকেশের ওকালতির লাইসেন্স নিলম্বিত করে দেয় বার কাউন্সিল।