ঠাকুরমাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার নাতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলা জেলায়। বুধবার অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’র বয়স ৬৫ বছর। স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে তিনি একাই থাকেন। মাঝেমধ্যে সন্তানরা তাঁকে দেখতে যেতেন। নাতিও মাঝেমধ্যে বাড়িতে যেতেন। গত ৩ জুলাই দুপুরেও নাতি ঠাকুরমার কাছে যান। বৃদ্ধা জানান, তাঁর স্বাস্থ্যের খোঁজখবর করেন নাতি। একথা সেকথার পর হঠাৎ তাঁকে যৌন হেনস্থা করেন যুবক।
বৃদ্ধা জানিয়েছেন, নাতির আচরণে প্রথমে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। তাঁকে বাধা দেওয়ায় আরও ‘হিংস্র আচরণ’ করেন যুবক। ঠাকুরমাকে তিনি ধর্ষণ করেন। বৃদ্ধার অভিযোগ, বাড়ি ছাড়ার সময় নাতি তাঁকে শাসিয়ে যান, এ নিয়ে কাউকে কিছু বললে তাঁকে প্রাণে মেরে ফেলবেন।
কয়েক দিন ভাবনাচিন্তার পরে পুলিশের কাছে যেতে মনস্থির করেন বৃদ্ধা। ২৫ বছরের নাতির বিরুদ্ধে এফআইআর করেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই পদক্ষেপ করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬৪ (২) (ধর্ষণ), ৩৩২ (বি) জোর করে প্রবেশ, ৩৫১ (৩) (ভয় দেখানো) ইত্যাদি ধারায় মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন:
এমন একটি ঘটনায় শোরগোল এলাকায়। পুলিশ জানিয়েছে, স্পর্শকাতর বিষয় নিয়ে তারা তদন্ত করছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে।