নয়ডার চারটি স্কুলে পর পর ভুয়ো ইমেল পাঠিয়ে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। সেই ঘটনায় নবম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) প্রযুক্তি ব্যবহার করে নিজের অবস্থান এবং আইপি অ্যাড্রেস গোপন করেছিল ১৫ বছরের কিশোর। আর এ সব করেছিল, যাতে তাকে স্কুল যেতে না হয়। বৃহস্পতিবার জুভেনাইল আদালতে হাজির করানো হয়েছে তাকে।
নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) রামবদন সিংহ জানিয়েছে, বুধবার গভীর রাতে চারটি স্কুলে ইমেল করা হয়। সেখানে হুমকি দেওয়া হয় যে, স্কুলে বোমা রয়েছে। স্কুল কর্তৃপক্ষ ইমেল পেয়ে থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে চারটি স্কুলে পৌঁছে যায় পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল, ডগ স্কোয়াড। চিরুনি তল্লাশি চালায়। কোথাও কিছু মেলেনি। এর পরে পুলিশ বুঝতে পারে, হুমকি দেওয়া ওই ইমেলটি ভুয়ো ছিল। এর পরেই আবার ক্লাস শুরু হয়।
আরও পড়ুন:
এর পরেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনা। নবম শ্রেণির ওই ছাত্রকে আটক করে। সে দিল্লির সারিতা বিহারের বাসিন্দা। তদন্তে পুলিশ জেনেছে, ইমেল করার আগে ইন্টারনেটে এই ধরনের ভুয়ো মেলের ঘটনা সার্চ করে পড়েছিল।
দিন দুয়েক আগেই গুজরাতের একটি সেনা স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। উল্লেখ্য, গত কয়েক মাসে একাধিক বার দিল্লির বিভিন্ন স্কুলে এ ভাবে হুমকি দিয়ে মেল করা হয়েছে, পরে দেখা গিয়েছে সেগুলি ভুয়ো। ডিসেম্বরেই দিল্লির ৪০টি স্কুলে একই সঙ্গে বোমাতঙ্ক ছড়ায়। শুধু দিল্লি নয়, দেশের বিভিন্ন রাজ্যে এ ধরনের ঘটনা ঘটেছে। পুলিশ পুরোদমে ধরপাকড় শুরু করলেও এখনও হুমকি দিয়ে ভুয়ো বার্তা পাঠানো বন্ধ হয়নি।