মনের অদম্য ইচ্ছা আর শক্তি থাকলে কোনও প্রতিবন্ধকতাই কোনও কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে না। এই কথাকে ফের প্রমাণ করলেন আয়ুষ কুণ্ডল।
‘আজাদি কে অমৃত মহোৎসব’ উপলক্ষে এ বছর ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান হয়েছে দেশ জুড়ে। প্রত্যেক নাগরিক নিজের মতো করে এই অভিযানে অংশ নিয়েছেন। পিছিয়ে ছিলেন না আয়ুষও। এই উৎসবের জোয়ারে গা ভাসিয়েছেন তিনিও।
আয়ুষ বিশেষ ভাবে সক্ষম। তাঁর দু’টি হাতই অকেজো। কিন্তু তাতে কী! সেই প্রতিবন্ধকতাকে জয় করে স্বাধীনতা দিবসে দেশকে অনন্য উপায়ে সম্মান জানিয়েছেন তিনি। আর এ ক্ষেত্রে নিজের প্রতিভাকে কাজে লাগিয়েছেন।
मैंने 75 आजादी का अमृत महोत्सव की पेंटिंग बनाई जय भारत
— Aayush Kundal Divyang kalakar EF@narendramodi
pic.twitter.com/no0Gym9mSD
(@aayush_kundal) August 14, 2022
আয়ুষ ঠিক মতো দাঁড়াতেও পারেন না। ফলে শুয়ে শুয়েই তিনি ‘ভারতমাতা’র ছবি এঁকে দেশকে উপহার দিয়েছেন। আর এ ক্ষেত্রে নিজের পা-কেই হাতের মতো ব্যবহার করেছেন তিনি।
আয়ুষের সেই ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁর ইচ্ছাশক্তির এবং প্রতিভার তারিফ করেছেন অনেকেই।