মোবাইলে গান শুনছিলেন। স্ত্রী বার দুয়েক বলেছিলেন, ‘ভলিউম’ কমাতে। কিন্তু পাত্তা দেননি যুবক। আবার এক বার ‘ভলিউম’ কম করতে বলতেই স্ত্রীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। গান বাজানো নিয়ে দাম্পত্য কলহের শেষ হল মারামারিতে। শুধু তাই নয়, রূপচর্চা শিল্পী স্ত্রীর মুখে আর মাথায় অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে গত ১৯ মে। তবে শুক্রবার তা প্রকাশ্যে এসেছে। অ্যাসিড আক্রান্ত বছর ৪৫-এর ওই মহিলা জানিয়েছেন, সে দিন রাত ৯টা নাগাদ তাঁর কাছে কিছু টাকা চেয়েছিলেন স্বামী। কী করবেন টাকা নিয়ে, প্রশ্ন করায় স্বামী জানান, মদ কিনতে যাবেন। টাকা দেননি মহিলা। তাতে রেগে যান স্বামী। মহিলার অভিযোগ, তাঁকে হেনস্থা এবং বিরক্ত করার জন্য নানা অদ্ভুত কাজকর্ম শুরু করেন স্বামী। মোবাইলে জোরে গান চালিয়ে ধরে তাঁর কানের কাছে ধরে রাখেন। তাতে ঝগড়া শুরু হয় দু’জনের। অভিযোগ, কলহের সময় শৌচাগারে ঢুকে যান যুবক। তার পর শৌচাগার পরিষ্কারের অ্যাসিড নিয়ে পুরোটাই স্ত্রীর মাথায় এবং গায়ে ঢেলে দেন।
আরও পড়ুন:
তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান বাড়িতে। সকলকে আসতে দেখে মহিলার স্বামী বাড়ি ছেড়ে পালান। প্রতিবেশীরাই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখের একাংশ এবং শরীরের অনেক জায়গা পুড়ে গিয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন তিনি। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। চলছে অভিযুক্তের খোঁজ।