সদ্যোজাত কন্যার নাম কী হবে, সে ব্যাপারে একমত হতে পারছিলেন না এক দম্পতি। সেই মতান্তর শেষে বিচ্ছেদে গড়াল।
একরত্তি মেয়েটির বাবার অভিযোগ, মেয়েকে দেওয়া তাঁর নামটি তাঁকে না জানিয়েই বদলে ফেলেছেন তাঁর স্ত্রী। আর সে কাজে মদত যুগিয়েছেন তাঁর শ্বাশুড়ি। অন্য দিকে, মেয়েটির মায়ের দাবি, তাঁর পছন্দের পরোয়া না করেই মেয়ের নাম রাখা হয়েছে। তাঁকে তার সন্তানের নাম করণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
নামকরণ অশান্তি থেকে মুক্তি পেতে শেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মেয়েটির বাবাই।এতে তাঁর কোনও ভুল হচ্ছে কি না জানতে চেয়ে ইন্টারনেটের দ্বারস্থ হন তিনি। সেখানেই ঘটনাটির পূর্বাপর কাহিনীও জানিয়েছেন তিনি। লিখেছেন, সন্তানের জন্মের আগে স্ত্রীর সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল তা মানলে আজ এই অবস্থার মুখোমুখি হতে হতো না।